Realme GT 7 Pro: রিয়েলমির সবথেকে শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে আসছে
Realme বর্তমানে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme GT 7 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, নভেম্বরের মধ্যেই চীনে লঞ্চ হবে এটি। সংস্থা কিছু না বললেও,…
Realme বর্তমানে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme GT 7 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, নভেম্বরের মধ্যেই চীনে লঞ্চ হবে এটি। সংস্থা কিছু না বললেও, 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ফোনটির অন্যতম বড় চমক হতে পারে তার ব্যাটারির ক্ষমতা।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Realme GT 7 Pro কার্বন সিলিকন ব্যাটারির সঙ্গে আসবে, যার ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ ছাড়িয়ে যাবে। ফলে এটি রিয়েলমির ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি হতে চলেছে। তবে নির্দিষ্টভাবে ব্যাটারি সাইজ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
চীনের 3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী, Realme GT 7 Pro-এর রিটেল বক্সে ১২০ ওয়াট চার্জার মিলবে। প্রসঙ্গত, গত বছর GT 6 Pro মডেলে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট ছিল। যদিও কোম্পানি ১২০ ওয়াট চার্জার রেখেছিল বক্সে। GT 7 Pro সিলিকন কার্বন প্রযুক্তির ব্যাটারির সঙ্গে আসার ফলে ব্যাটারির আকারও বাড়বে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমির এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি BOE ডিসপ্লে, মাইক্রো কোয়াড কার্ভড ডিজাইন, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৯ রেটেড চ্যাসিস, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + একটি আল্ট্রা-ওয়াইড লেন্স + ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে।
Realme বর্তমানে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme GT 7 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, নভেম্বরের মধ্যেই চীনে লঞ্চ হবে এটি। সংস্থা কিছু না বললেও,…