রিয়েলমি জিটি ৭ প্রা নাকি ওয়ানপ্লাস ১৩, দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে কে এগিয়ে
Realme GT 7 Pro vs OnePlus 13 Comparison - রিয়েলমি জিটি ৭ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে। এটি তৈরি করেছে স্যামসাং। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে।
গতকাল চীনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো। এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর স্মার্টফোনটি ভারতে আসবে। ফ্ল্যাগশিপ এই ডিভাইসে দেওয়া হয়েছে Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬,৫০০ এমএএইচ টাইটান ব্যাটারি। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসা ওয়ানপ্লাস ১৩ এর। আসুন এই দুই প্রিমিয়াম স্মার্টফোনের (Realme GT 7 Pro vs OnePlus 13) দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।
রিয়েলমি জিটি ৭ প্রো বনাম ওয়ানপ্লাস ১৩: দাম
রিয়েলমি জিটি ৭ প্রো মোট পাঁচটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৬০০ টাকার সমান। আর এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২০০ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৪০০ টাকা), ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৯০০ টাকা) এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৯০০ টাকা)।
ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫১,১০০ টাকার সমান। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৮০০ টাকা), ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৮০০ টাকা), ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৮০০ টাকা)।
রিয়েলমি জিটি ৭ প্রো বনাম ওয়ানপ্লাস ১৩: ডিসপ্লে
রিয়েলমি জিটি ৭ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে। এটি তৈরি করেছে স্যামসাং। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে।
ওয়ানপ্লাস ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে। এই ডিসপ্লে ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
Realme GT 7 Pro vs OnePlus 13: প্রসেসর ও সফটওয়্যার
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন প্রসেসর, যা ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স ও ৪০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স দেবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম ওএস সহ এসেছে।
ওয়ানপ্লাস ১৩ ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। এই সিস্টেম ৪ বছর দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ওয়ানপ্লাস দাবি করেছে। আর ওয়ানপ্লাস ১৩ ডিভাইসটি চীনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
Realme GT 7 Pro vs OnePlus 13: ক্যামেরা
ক্যামেরার কথা বললে, রিয়েলমি জিটি ৭ প্রো এর ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯০৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা লাইট ৩এক্স সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো লেন্স। শেষের ক্যামেরায় এআই সুপার রেজোলিউশন ও ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। আবার রিয়ার ক্যামেরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১৩ ফোনের পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান। হ্যাসেলব্লাড (Hasselblad) এই ট্রিপল রিয়ার ক্যামেরার জন্য অপ্টিমাইজেশন অফার করবে এবং ছবির গুণমান উন্নত করবে। আর ফোনের সামনে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭ প্রো নাকি ওয়ানপ্লাস ১৩: ব্যাটারি
রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ৬,৫০০ এমএএইচ 'টাইটান ব্যাটারি' দেওয়া হয়েছে, এই ব্যাটারি তৈরি করেছে সিএটিএল সংস্থা। এতে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
Realme GT 7 Pro vs OnePlus 13 Comparison - রিয়েলমি জিটি ৭ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি Eco2 ওএলইডি প্লাস ডিসপ্লে। এটি তৈরি করেছে স্যামসাং। এই ডিসপ্লে ৬,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর, ডলবি ভিশন সাপোর্ট করবে।