Realme GT 7 Pro vs Samsung Galaxy S24 FE: স্যামসাং ও রিয়েলমির দুই জনপ্রিয় স্মার্টফোনের মধ্যে কে সেরা
Realme GT 7 Pro vs Samsung Galaxy S24 FE: দুটোই হাই-কোয়ালিটি ফিচারপ্যাকড স্মার্টফোন। দাম ৬০ হাজার টাকার মধ্যে। ক্যামেরা, ব্যাটারি ও সার্বিক পারফরম্যান্সের কোন স্মার্টফোন সেরা হবে? আসুন তুলনা দেখে নেওয়া যাক।
হাই এন্ড স্মার্টফোনের বর্তমানে বিকল্পের অভাব নেই। স্যামসাং, রিয়েলমি থেকে অ্যাপল গত কয়েকমাসে একাধিক স্মার্টফোন বাজারে এনেছে। তবে এদের মধ্যে আমরা দুটি ফোনের কথা বলবো। এই দুই ডিভাইস হল Realme GT 7 Pro এবং Samsung Galaxy S24 FE। দুটিই ফ্ল্যাগশিপ প্রসেসর সহ আসায় দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এদের মাধ্যমে গেমিং থেকে শুরু করে ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এবং অনবদ্য ব্যাটারি পারফরম্যান্স পাওয়া যাবে। যেহেতু দুই ফোনের দাম প্রায় একই রেঞ্জে, সুতরাং এর মধ্যে কোনটা সেরা হবে চলুন জেনে নেওয়া যাক।
Realme GT 7 Pro বনাম Samsung Galaxy S24 FE
ডিজাইন ও ডিসপ্লে : রিয়েলমির ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ইকো ২ OLED প্লাস LTPO ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সর্বাধিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। অন্যদিকে, স্যামসাংয়ের ফোনে পাবেন, ৬.৭ ইঞ্চি FHD+ ডাইনামিক AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বাধিক ব্রাইটনেস ১৯০০ নিটস। গ্যালাক্সি S24 এর ডিজাইন S23 এর মতো হলেও, রিয়েলমির ফোনে পাবেন চৌকো আকারের ক্যামেরার শেপ, কার্ভড এজ ও ফ্ল্যাট স্ক্রিন।
ক্যামেরা : GT 7 Pro- তে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। এর মধ্যে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে OIS সাপোর্ট। বাকি দুটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। অপরদিকে, স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।
ব্যাটারি ও পারফরম্যান্স : রিয়েলমির ফোনে ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং সাপোর্ট - ৫৮০০mAh এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। স্যামসাংয়ের ফোনে রয়েছে ৪৭০০mAh ব্যাটারি এবং ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট।
পারফরম্যান্সের জন্য GT 7 Pro- তে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর স্যামসাং গ্যালাক্সি S24 FE- তে যে চিপ রয়েছে এক্সিনস ২৪০০ই। স্ন্যাপড্রাগন প্রসেসরটি এক্সিনসের থেকে দ্রুত।
দাম : রিয়েলমি GT 7 Pro এর ১২ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি S24 FE এর ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা।
Realme GT 7 Pro vs Samsung Galaxy S24 FE: দুটোই হাই-কোয়ালিটি ফিচারপ্যাকড স্মার্টফোন। দাম ৬০ হাজার টাকার মধ্যে। ক্যামেরা, ব্যাটারি ও সার্বিক পারফরম্যান্সের কোন স্মার্টফোন সেরা হবে? আসুন তুলনা দেখে নেওয়া যাক।