150W ফাস্ট চার্জিং সাপোর্টের Realme ফোনে 20000 টাকার বেশি ছাড়! কিনলে চার্জ হবে নিমেষে
বছর শুরু হতে না হতেই ভারতের বাজারে একের পর এক ফোন লঞ্চ হচ্ছে। আর নিয়ম মাফিক আগের বছর মার্কেটে আসা তথাকথিত পুরোনো...বছর শুরু হতে না হতেই ভারতের বাজারে একের পর এক ফোন লঞ্চ হচ্ছে। আর নিয়ম মাফিক আগের বছর মার্কেটে আসা তথাকথিত পুরোনো মডেলগুলির দামে পতন লক্ষিত হচ্ছে। কার্যত এই কারণেই এখন অন্যতম জনপ্রিয় গেমিং স্মার্টফোন Realme GT Neo 3-এর দাম অবিশ্বাস্য কমে গেছে। আপনি এখন এটি ২০,০০০ টাকার বেশি ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন। বদলে পাবেন 5G কানেক্টিভিটির সাথে সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট, ভালো ক্যামেরা ও বিশাল স্টোরেজের মতো ফিচারও। শুনে আগ্রহ বোধ করছেন? তাহলে আসুন, এখন Realme GT Neo 3-র বর্তমান দাম এবং এর মূল স্পেসিফিকেশনগুলি এক নজর দেখে নিই।
দামে বিশাল পতন! Realme GT Neo 3 ফোন এখন পাবেন জলের দরে
রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ভারতে ৪৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র অফারে এই ফোনটি সর্বনিম্ন ২৫,৩৯০ টাকায় কেনা যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি ২০,৬০৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
আবার স্মার্টফোনটি কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে, এর দাম আরও ২৪,২০০ টাকা পর্যন্ত কমানো যেতে পারে। তবে এর জন্য ফোনের বর্তমান কন্ডিশন ভালো থাকতে হবে, এছাড়া পুরোনো ফোনের ব্র্যান্ড ও মডেলের ওপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে।
Realme GT Neo 3-এর স্পেসিফিকেশন
আগের বছর লঞ্চ হলেও রিয়েলমি জিটি নিও স্মার্টফোনটির ফিচার দুর্দান্ত। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে আপনি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (সনি সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পাবেন।