Realme-র এই 5G ফোন মিলছে 20000 টাকার বেশি ছাড়ে, আছে 150W ফাস্ট চার্জিং সাপোর্ট, 12GB র্যামও
বর্তমানে Flipkart-এ 'Month End Mobiles Fest' চলছে, যে কারণে বিভিন্ন ব্র্যান্ডের এবং সেগমেন্টের স্মার্টফোন আকর্ষণীয় সব...বর্তমানে Flipkart-এ 'Month End Mobiles Fest' চলছে, যে কারণে বিভিন্ন ব্র্যান্ডের এবং সেগমেন্টের স্মার্টফোন আকর্ষণীয় সব অফারে কেনার সুযোগ মিলছে। সেক্ষেত্রে আপনি যদি এখন ভালো ডিসপ্লে-ক্যামেরা, বিশাল স্টোরেজের মতো শক্তিশালী ফিচারের পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে এই বিক্রয়পর্ব থেকে বেছে নিন Realme GT Neo 3 মডেলটি। আসলে Flipkart Month End Mobiles Fest সেলের দরুন অন্যতম জনপ্রিয় এই গেমিং স্মার্টফোনটি অবিশ্বাস্য ডিসকাউন্টে অর্ধেকেরও কম দামে উপলব্ধ হয়েছে, যার ফলে আপনি এখন এটি কেনার ক্ষেত্রে 20,000 টাকার বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট কাজে লাগাতে পারবেন।
এদিকে Realme GT Neo 3-তে পাবেন 5G কানেক্টিভিটি, 150W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট (5 মিনিটে 50% চার্জ হয়ে যাবে), 50MP ক্যামেরা সিস্টেম, 12GB র্যাম ইত্যাদি ফিচার। তবে যেহেতু সেলটি আগামী 30 মার্চ শেষ হচ্ছে, তাই তার আগেই অর্ডার দেওয়ার কাজ সেরে ফেলতে হবে। আর সেজন্যই আসুন, এখন ঝটপট Realme GT Neo 3-র দাম, অফার এবং এর মূল স্পেসিফিকেশনগুলি এক নজর দেখে নিই।
20,000 টাকার বেশি সস্তা! Realme GT Neo 3 ফোন কিনুন জলের দরে
রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনের 12 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি (150W ফাস্ট চার্জিং) 45,999 টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন ফ্লিপকার্টের অফারে এটি প্রায় অর্ধেক দামে 22,999 টাকায় পাওয়া যাচ্ছে। মানে এক্ষেত্রে আপনি পুরো 23 হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাকের সুবিধা কাজে লাগানো যাবে।
এছাড়াও, স্মার্টফোনটি কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে বদলে আরও 18,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এর জন্য ফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল, এরিয়া পিনকোড ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখবে কোম্পানি।
Realme GT Neo 3-এর স্পেসিফিকেশন
আগের বছর লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও 3 স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে 150 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 4,500 এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (Sony সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। হ্যান্ডসেটটি 5জি (5G) সাপোর্টেড্।
উল্লেখ্য, ফোনটি নাইট্রো ব্লু, স্প্রিন্ট হোয়াইট, নাইট্রো ব্লু থর এডিশন এবং অ্যাসফল্ট ব্ল্যাক – চারটি কালার অপশনে উপলব্ধ।