আধ ঘণ্টায় চার্জ হবে, মিলবে লম্বা ব্যাটারি ব্যাকআপও, ব্যাপক ছাড়ে কিনুন Realme-র এই 5G ফোনটি

আপনি কি এই মুহূর্তে গেমিংয়ের জন্য নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর আপনার চাহিদার মধ্যে আছে 5G কানেক্টিভিটি, ফাস্ট...
Anwesha Nandi 6 Sept 2023 12:12 AM IST

আপনি কি এই মুহূর্তে গেমিংয়ের জন্য নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? আর আপনার চাহিদার মধ্যে আছে 5G কানেক্টিভিটি, ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য সুখবরের চেয়ে কম কিছু না। আসলে বর্তমানে Realme GT Neo 3 হ্যান্ডসেটে আকর্ষণীয় অফার মিলছে – আপনি এটি ব্যাপক কম খরচে পকেটস্থ করতে পারবেন। বদলে এই Realme স্মার্টফোনে পাবেন বিশাল স্টোরেজ, ফাস্ট চার্জিং, উন্নতমানের বড় ডিসপ্লে ইত্যাদি সুবিধা। আসুন, এখন Realme GT Neo 3-তে উপলব্ধ অফার এবং এর মূল স্পেসিফিকেশনগুলি এক নজর দেখে নিই।

Realme GT Neo 3-এর দাম, বর্তমান অফার

রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র অফারে এই ফোনটির দাম শুরু হচ্ছে ২৩,৮৬৯ টাকা থেকে (Sprint White কালার ভ্যারিয়েন্টের দাম)। এক্ষেত্রে আপনার কাছে যদি এইচএসবিসি (HSBC) ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আপনি এতে অতিরিক্ত ৫% তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।

আবার স্মার্টফোন কেনার সময় পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে, এর দাম আরও ২১,৫০০ টাকা অবধি কমানো সম্ভব হবে। তবে এর জন্য ফোনের কন্ডিশন ভালো থাকতে হবে, এছাড়া পুরোনো ফোনের ব্র্যান্ড ও মডেলের ওপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে।

Realme GT Neo 3-এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি নিও স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি – এটি ৩৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে আপনি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পাবেন।

Show Full Article
Next Story