অ্যানিভার্সারি সেলে 10 হাজার টাকা দাম কমলো 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme GT Neo 3 ফোনের
রিয়েলমির অ্যানিভার্সারি সেলে আপনার জন্য রয়েছে লোভনীয় অফার। এই অফারে আপনি ৮ জিবি র ্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ...রিয়েলমির অ্যানিভার্সারি সেলে আপনার জন্য রয়েছে লোভনীয় অফার। এই অফারে আপনি ৮ জিবি র ্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা Realme GT Neo 3 কিনতে পারবেন ৩৬,৯৯৯ টাকার পরিবর্তে ২৮,৯৯৯ টাকায়। এছাড়াও হ্যান্ডসেটটি আরও ২ হাজার টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এর জন্য আপনাকে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। সাথে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।
Realme GT Neo 3-এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি জিটি নিও ৩ ফোনে ২৪১২×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।ফোনটি এলপিডিডিআর৫ র ্যাম এবং ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। প্রসেসর হিসেবে এতে ডাইমেনসিটি ৮১০০ ৫জি চিপসেট পাবেন।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি নিও ৩ ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য এই ডিভাইসে পাবেন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৮০ ওয়াট সুপার ডার্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, রিয়েলমির এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এ চলে। আর কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।