Realme GT Neo 3 লঞ্চ হল 150W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, মাত্র 5 মিনিটে চার্জ হবে 50 শতাংশ
ঘোষণা মতো Realme GT Neo 3 আজ শুক্রবার ভারতে লঞ্চ হল। একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছে।...ঘোষণা মতো Realme GT Neo 3 আজ শুক্রবার ভারতে লঞ্চ হল। একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছে। পাশাপাশি Realme Pad Mini ট্যাবলেট, Realme Smart TV X সহ আরও দুটি প্রোডাক্ট আত্মপ্রকাশ করেছে। এরমধ্যে Realme GT Neo 3 আগেই চীনে লঞ্চ হয়েছে। জিটি সিরিজের নয়া এই ফোনে আছে ১৫০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে ফোনটি ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। আবার এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ২কে (2K) ডিসপ্লে। আসুন Realme GT Neo 3 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme GT Neo 3 এর দাম, লভ্যতা
রিয়েলমি জিটি নিও ৩ ফোনের দাম শুরু হয়েছে ৩৬,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এছাড়া রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ১৫০ ওয়াট ভ্যারিয়েন্টের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। ফোনটি অ্যাসফল্ট ব্ল্যাক, নিট্রো ব্লু ও স্প্রিন্ট হোয়াইট কালারে ৪ মে Flipkart, realme.com ও রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Realme GT Neo 3 এর স্পেসিফিকেশন, ফিচার
রিয়েলমি জিটি নিও ৩ ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ২কে (2K) ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি এইচডিআর১০+, ডিসি ডিমিং সাপোর্ট এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Samsung S5K3P9 ফ্রন্ট সেন্সর উপস্থিত। আবার রিয়েলমি জিটি নিও ৩ ফোনের পিছনে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ এই ক্যামেরাগুলি হল এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) সাপোর্ট করে। এছাড়া প্রাইমারি সেন্সরের পাশাপশি ১১৯ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো শুটার উপস্থিত রয়েছে৷
পারফরম্যান্সের জন্য Realme GT Neo 3 ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এই নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে কুলিং সিস্টেম উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT Neo 3 ফোনের একটি ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022) ইভেন্টে রিয়েলমি যে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিটি প্রদর্শন করেছিল তা মাত্র ৫ মিনিট চার্জে ৫০% ব্যাটারি পূর্ণ করতে পারে বলে দাবি করা হয়েছে। আবার, ৮০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ৩২ মিনিটের মধ্যে ডিভাইসটি ১০০% চার্জ সম্পূর্ণ হবে।
মোবাইল গেম অনুরাগীদের জন্য, Realme GT Neo 3 ফোনে X- অ্যাক্সিস লিনিয়ার মোটরের সাপোর্ট সহ ৪ডি (4D) গেম ভাইব্রেশন ফিচারের পাশাপাশি একাধিক ফিচার উপলব্ধ। Realme GT Neo 3 স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ডিভাইসে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। অডিওর ক্ষেত্রে ফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত স্পিকার সহ এসেছে এবং এই হ্যান্ডসেটটির ওজন ১৮৮ গ্রাম।