9 ফেব্রুয়ারি লঞ্চের আগেই বিশ্বের দ্রুততম চার্জ হওয়া ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ করা হল

রিয়েলমি (Realme)-এর আসন্ন GT Neo 5 স্মার্টফোনটি আগামী ৯ ফেব্রুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে, ব্র্যান্ডটি তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসটির সম্পর্কে একাধিক তথ্য…

রিয়েলমি (Realme)-এর আসন্ন GT Neo 5 স্মার্টফোনটি আগামী ৯ ফেব্রুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে, ব্র্যান্ডটি তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসটির সম্পর্কে একাধিক তথ্য তুলে ধরতে শুরু করেছে। ইতিমধ্যেই জানা গেছে যে Realme GT Neo 5 ইন্ডাস্ট্রির দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে চলেছে। আর এখন কিছু নতুন টিজারের মাধ্যমে এই ফোনটির ক্যামেরা এবং এর সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Realme GT Neo 5-এর প্রাইমারি ক্যামেরা ও চার্জিং ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য

কোম্পানির তরফে প্রকাশ করা একটি টিজার নিশ্চিত করে যে, রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোন OIS সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর আসবে। জানিয়ে রাখি, এটি হল সেই একই ক্যামেরা সেন্সর, যেটি ওয়ানপ্লাস ১১-এ ব্যবহৃত হয়েছে। ওয়ানপ্লাসের তরফে এটাও নিশ্চিত করা হয়েছে যে, এই একই সেন্সরটি নতুন ওয়ানপ্লাস এস ২/ ওয়ানপ্লাস ১১আর-এও থাকবে।

যদিও, রিয়েলমি জিটি নিও ৫-এর হার্ডওয়্যার ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস ১১আর-এর মতোই হতে পারে, তবে সফ্টওয়্যারের পার্থক্যের কারণে ক্যামেরার কর্মক্ষমতা ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রিয়েলমি এও টিজ করেছে যে, জিটি নিও ৫-এর একটি ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং ভ্যারিয়েন্ট থাকবে।

ডিভাইসটির একটি ২৪০ ওয়াট সুপারভোক ফাস্ট-চার্জিং মডেল বাজারে আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। তবে, এই সংস্করণে ছোট ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। সেই তুলনায়, নিম্ন ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং ভ্যারিয়েন্টে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সুতরাং গ্রাহকদের তাদের ডিভাইসগুলি দ্রুত চার্জ করা বা সেগুলিকে কিছুটা দীর্ঘস্থায়ী করার মধ্যে একটি বিকল্প বেছে নিতে হবে।

Realme GT Neo 5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে যে, Realme GT Neo 5-এ বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৭৭২×১,২৪০ পিক্সেলের হাই রেজোলিউশন এবং দ্রুত ১৪৪ ওয়াট রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। Realme GT Neo 5 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 5-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফির জন্য ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর অবস্থান করবে।