Realme লঞ্চ করবে সুপারফাস্ট চার্জিং যুক্ত ফোন, প্রসেসরের বিস্তারিত তথ্যের পাশাপাশি ফিচার্স লিক হল
রিয়েলমি এই মুহুর্তে তাদের GT Neo 5 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Realme GT Neo 5 SE।...রিয়েলমি এই মুহুর্তে তাদের GT Neo 5 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Realme GT Neo 5 SE। কোম্পানি গত মাসে চীনে স্ট্যান্ডার্ড Realme GT Neo 5 ফোনটি বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন হিসাবে উন্মোচন করেছে। এদিকে, আসন্ন 'SE' মডেলটিকে সর্বপ্রথম চীনের ৩সি (3C) সার্টিফিকেশন সাইটে RMX3700 মডেল নম্বর সহ স্পট করা গিয়েছিল। পরে স্মার্টফোনটি একই মডেল নম্বর সহ চীনের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় (MIIT) এবং টেনা (TEENA)-এ তালিকাভুক্ত হয়েছে। এই সমস্ত সার্টিফিকেশনগুলি ইঙ্গিত দিয়েছে যে, স্মার্টফোনটি শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। আর লঞ্চের আগে, Realme GT Neo 5 SE এবার গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এর পাশাপাশি এক টিপস্টার জানিয়েছেন যে, GT Neo 5 SE-তে কোয়ালকম এর নতুন চিপসেট ব্যবহার করা হবে, যা এখনও লঞ্চ হয়নি।
প্রকাশিত হল Realme GT Neo 5 SE-এর GeekBench স্কোর
RMX3700 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটিতে ৮ জিবি র্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। ডিভাইসটি গিকবেঞ্চ এমএল (GeekBench ML) পরীক্ষায় ৩৯০ পয়েন্ট স্কোর করেছে।
এদিকে, টিপস্টার মুকুল শর্মা প্রকাশ করেছেন যে, জিটি নিও ৫ এসই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের একটি অঘোষিত ভ্যারিয়েন্ট দ্বারা চালিত হবে। তিনি এর সাথে যোগ করেছেন যে, চিপসেটটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ইয়ুথ এডিশন বলা হতে পারে। গিকবেঞ্চ (GeekBench) তালিকাটি প্রকাশ করেছে যে, এই প্রসেসরে ১.৮ গিগাহার্টজে রান করা চারটি কোর, ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি কোর এবং সর্বোচ্চ ২.৯ গিগাহার্টজ গতির একটি কোর থাকবে। এছাড়া, জিটি নিও ৫ এসই-এর গিকবেঞ্চ (GeekBench) তালিকাটি অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করেনি।
জানিয়ে রাখি, ফেব্রুয়ারির শুরুতে Realme GT Neo 5 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে লঞ্চ হয়। আর SE মডেলটি একটি আন্ডার-ক্লকড ৮প্লাস জেন ১ প্রসেসরের সাথে আসার উচ্চ সম্ভাবনা রয়েছে। টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন এর আগে ওয়েইবোতে Realme GT Neo 5 SE-এর স্পেসিফিকেশন ফাঁস করেছিলেন। তিনি জানান যে, স্মার্টফোনটিতে ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। এছাড়া, এই ডিসপ্লেটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করবে। আর সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেটির ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট-আউট দেখা যাবে।
ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 5 SE-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৭৯ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। প্রধান ক্যামেরার সাথে একটি সেকেন্ডারি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত থাকতে পারে। আর সেলফির জন্য, ডিসপ্লের ওপরের পাঞ্চ-হোলে একটি ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 5 SE-তে ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। উল্লেখযোগ্যভাবে, স্ট্যান্ডার্ড GT Neo 5-কে বিশ্ববাজারে Realme GT 3 হিসাবে লঞ্চ করা হয়েছে। তাই আসন্ন GT Neo 5 SE স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে Realme GT Neo 5 হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।