Realme GT Neo 5 SE: ফ্যান্টাসি কালারের সাথে ৪ এপ্রিল বাজারে আসছে রিয়েলমি জিটি সিরিজের সস্তা ফোন

রিয়েলমি অবশেষে তাদের রিয়েলমি জিটি নিও ৫ এসই (Realme GT Neo 5 SE) ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করল। চীনে আগামী ৪ এপ্রিল...
Julai Modal 24 March 2023 9:58 AM IST

রিয়েলমি অবশেষে তাদের রিয়েলমি জিটি নিও ৫ এসই (Realme GT Neo 5 SE) ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করল। চীনে আগামী ৪ এপ্রিল দুপুর দুটো থেকে অনুষ্ঠিত একটি লঞ্চ ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে।‌ আজ একটি টিজার পোস্ট করে এই খবর নিশ্চিত করেছে রিয়েলমি। এই ডিভাইসটি রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) এর সস্তা ভ্যারিয়েন্ট হবে। আসুন রিয়েলমি জিটি নিও ৫ এসই সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

টিজার পোস্টার অনুযায়ী রিয়েলমি জিটি নিও ৫ এসই এর পিছনে আয়তকার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে এলইডি ফ্ল্যাশ দুটি ক্যামেরা থাকবে। আবার ব্যাক প্যানেলের নীচের দিকে' রিয়েলমি ডেয়ার টু লিপ' লেখা দেখা গেছে, যা দুটি স্ট্রাইপস এর মধ্যে অবস্থিত।

টিজারে রিয়েলমি জিটি নিও ৫ ফোনকে বিভিন্ন রঙে দেখা গেছে। এটি ফাইনাল ফ্যান্টাসি ভ্যারিয়েন্ট হতে পারে, যা ব্লু, লাইট গ্রীন, পিঙ্ক শেড সহ আসবে। আর ফোনটির বাম দিকে ভলিউম কী থাকবে।

এর আগে জানা গিয়েছিল যে, রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনের সামনে ৬.৭৪ ইঞ্চি ওলেড প্যানেল থাকবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। আর এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এর ওজন ১৯৩.১ গ্রাম হবে।

Show Full Article
Next Story