Qualcomm এর অত্যাধুনিক AI প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে Redmi Note 12 Turbo ও Realme GT Neo 5 SE
কোয়ালকম (Qualcomm) সম্প্রতি Snapdragon 7+ Gen 2 চিপসেটটি লঞ্চ করেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Snapdragon...কোয়ালকম (Qualcomm) সম্প্রতি Snapdragon 7+ Gen 2 চিপসেটটি লঞ্চ করেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Snapdragon 7-সিরিজের চিপ বলে দাবি করা হচ্ছে। কোয়ালকম এআই ইঞ্জিনের (Qualcomm AI Engine)কর্মক্ষমতা বৃদ্ধির ফলে প্রসেসরটিকে তার পূর্বসূরিদের তুলনায় দ্রুততর এবং আরও দক্ষ হয়ে উঠেছে। রেডমি (Redmi) এবং রিয়েলমি (Realme) এছন নতুন Snapdragon 7+ Gen 2 চিপসেট দিয়ে বাজারে নতুন ফোন ছাড়বে বলে ঘোষণা করেছে। তার মধ্যে সবার প্রথমে Redmi Note 12 Turbo আগামী ২৩ মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে এবং এতে কোয়ালকমের এই নতুন চিপসেটটি থাকবে। এর পাশাপাশি, এক নির্ভরযোগ্য টিপস্টার আবার দাবি করেছেন যে, কোয়ালকম তাদের আরেকটি নতুন প্রসেসরও লঞ্চ করার পরিকল্পনা করছে। আসুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi ও Realme-এর আসন্ন ফোনে থাকবে Qualcomm-এর নতুন প্রসেসর
রেডমি ও রিয়েলমি উভয় সংস্থাই ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-তে পোস্ট করে তাদের আসন্ন হ্যান্ডসেটগুলিতে কোয়ালকমের নতুন চিপসেট ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছে। রিয়েলমি জানিয়েছে যে, রিয়েলমি জিটি নিও ৫ এসই হবে দ্বিতীয়-প্রজন্মের স্ন্যাপড্রাগন ৭ প্লাস ফ্ল্যাগশিপ চিপ দ্বারা চালিত প্রথম ডিভাইসগুলি মধ্যে অন্যতম। আবার, অন্য একটি পোস্টে রেডমি তাদের নতুন নোট ১২ টার্বো হ্যান্ডসেটটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে নিশ্চিত করেছে এবং এটিও স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে বলে ঘোষণা করে হয়েছে। এছাড়া, পোস্টটিতে উল্লেখ করা হয়েছে যে নতুন চিপসেটে স্ন্যাপড্রাগন ৮ প্লাস সিরিজের মতো একই প্রসেস আর্কিটেকচার রয়েছে।
অন্যদিকে, টিপস্টার যোগেশ ব্রার-এর একটি টুইট থেকে জানা গেছে যে কোয়ালকম আরেকটি নতুন চিপসেট লঞ্চ করতে চলেছে, যার নাম স্ন্যাপড্রাগন ৬৮৫। এটি রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনে ব্যবহৃত হবে। জানিয়ে রাখি, শাওমি সম্প্রতি জানিয়েছে যে, আগামী ২৩ মার্চ রাত ১১ টায় (GMT+8) / রাত ৮:৩০ টা (ভারতীয় সময়)-এ রেডমি নোট ১২ সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। রেডমি নোট ১২ টার্বো এবং রেডমি নোট ১২ ৪জি উভয় মডেলই এই ইভেন্টে উন্মোচিত হতে পারে।
জানিয়ে রাখি, Redmi Note 12 Turbo ডিভাইসটি ইতিমধ্যেই চায়না কম্পালসারি (3C) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। ফোনটিতে ২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, Note 12 Turbo ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে।
এছাড়াও আগের রিপোর্ট অনুযায়ী, Redmi Note 12 Turbo-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর অবস্থান করবে। Redmi Note 12 Turbo সংস্করণটি শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। 3C সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে, এই নতুন রেডমি ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এদিকে, Realme GT Neo 5 SE ফোনটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে স্পট করা গেছে। পূর্বে প্রকাশিত কিছু রিপোর্টে বলা হয়েছিল যে, এই ডিভাইসটি ২,৭৭২×১,২৪০ রেজোলিউশন সহ ৬.৪ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ১,১০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য, GT Neo 5 SE-এর ব্যাক প্যানেলে এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন (OmniVision) প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে। রিপোর্ট অনুসারে, এই ফোনটির সম্ভাব্য ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 5 SE-তে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।