Transformers এডিশনে হাজির Realme GT Neo 5 SE, এই ফোনের বিশেষত্ব জেনে নিন

গতকালই রিয়েলমি (Realme) একটি টিজার প্রকাশ করে, যা ট্রান্সফর্মার ফিল্ম সিরিজের ফ্যানদের বিশেষভাবে উৎসাহিত করেছিল। কেননা...
Ananya Sarkar 18 May 2023 6:04 PM IST

গতকালই রিয়েলমি (Realme) একটি টিজার প্রকাশ করে, যা ট্রান্সফর্মার ফিল্ম সিরিজের ফ্যানদের বিশেষভাবে উৎসাহিত করেছিল। কেননা কোম্পানি এই টিজারের মাধ্যমে নিশ্চিত করে যে, তারা আসন্ন Transformers: Rise of the Beasts সিনেমাটির নির্মাতাদের সাথে যৌথভাবে Realme GT Neo 5 SE-এর জন্য একটি নতুন কালার অপশন উন্মোচন করবে। আর এখন এই কালার অপশনটি অফিশিয়ালি সামনে আনা হয়েছে। তবে এটি দেখে রিয়েলমি ও ট্রান্সফরমার্স অনুরাগীরা রীতিমত হতাশ হতে পারেন, কারণ এর ডিজাইনে তেমন কোনও বিশেষত্বই নেই। Realme GT Neo 5 SE-এর নতুন শেডটিকে আনুষ্ঠানিকভাবে হোলি হোয়াইট ফ্যান্টম নাম দেওয়া হয়েছে। যদিও, ট্রান্সফরমার্সের সাথে এই রঙের কোনও সম্পর্ক নেই। আসুন GT Neo 5 SE-এর এই নতুন কালার ভ্যারিয়েন্টটির সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Realme GT Neo 5 SE-এর Transformers কালার অপশন এল প্রকাশ্যে

রিয়েলমি আসন্ন 'ট্রান্সফরমার্স: রাইস অফ দ্য বিস্ট' সিনেমার ট্রেলার থেকে একটি ছোট ভিডিও কাটের মাধ্যমে তাদের জিটি নিও ৫ এসই ফোনের নতুন হোলি হোয়াইট ফ্যান্টম কালার অপশনটির প্রচার করেছে। প্রোমো ভিডিওটি ১৯৯৩ পোর্শে ৯১১ ক্যারেরা আরএস ৩.৮ – ৯৬৪ সিলভার কালারে ব্লু অ্যাকসেন্ট সহ অটোবট স্পাই মিরাজকে দেখায়। তবে গাড়ি আর ফোনের রং একেবারেই মেলেনি। ট্রান্সফরমার্সের নির্মাতাদের সাথে রিয়েলমির একটি শেষ মুহূর্তের চুক্তি বলে মনে হচ্ছে, তাই এতে কোনও সঠিক কাস্টমাইজেশন নেই।

তবে, রিয়েলমি জিটি নিও ৫ এসই-এর জন্য নতুন শেড ছাড়াও, কোম্পানি সমস্ত মডেলের জন্য ট্রান্সফরমার্সের ওপর ডিজাইন করা একটি থিমও ঘোষণা করেছে। এই থিমটি আগামী ২৩ মে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে, সেদিনই নতুন কালার অপশনটির প্রি-অর্ডার প্রক্রিয়াও চালু হবে। জানিয়ে রাখি, গত মাসে জিটি নিও ৫ এসই ফোনটি ফাইনাল ফ্যান্টাসি এবং পোলার ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে। চীনে এই হ্যান্ডসেটটির উভয় রঙের বিকল্পের প্রারম্ভিক মূল্য ১,৯৯৯ টাকা। আর হোলি হোয়াইট ফ্যান্টম-এর দামও বাকি দুই মডেলের মতোই হবে বলে জানা গেছে। তবে এটি অন্য দুটির মতো চারটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে কিনা, তা এখনও স্পষ্ট করেনি কোম্পানি।

উল্লেখ্য, Realme GT Neo 5 SE-তে ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬,৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ চিপসেট দ্বারা চালিত। এটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, GT Neo 5 SE শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফোনটি বর্তমানে চীনের বাজারে Redmi Note 12 Turbo (Poco F5)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তবে এখনও এটি বিশ্ব বাজারে পা রাখেনি।

Show Full Article
Next Story