বিশ্বের দ্রুততম চার্জ হওয়া ফোনের সস্তা ভার্সন বাজারে আসছে, ক্যামেরা-ডিসপ্লে ফিচার লিক হয়ে গেল
রিয়েলমি মাসের শুরুতে চীনে Realme GT Neo 5 লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং...রিয়েলমি মাসের শুরুতে চীনে Realme GT Neo 5 লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি দ্রুততম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির মতো একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে চীনের বাজারে এসেছে। এটি আবার খুব শীঘ্রই ভিন্ন নামে ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। আগামী সপ্তাহে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে GT Neo 5-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে Realme GT 3 গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। আবার ফোনটির একটি ডাউনগ্রেড ভার্সন হিসাবে Realme GT Neo 5 SE বাজারে আসবে বলে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্র থেকে হ্যান্ডসেটটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।
Realme GT Neo 5 SE এর ডিসপ্লে, ক্যামেরার তথ্য প্রকাশ্যে
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন নতুন রিয়েলমি জিটি নিও ৫ এসই সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছেন। এটি রিয়েলমি জিটি নিও ৫-এর একটি ডাউনগ্রেড ভার্সন হবে। অর্থাৎ এটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের থেকে তুলনামূলকভাবে কম ফিচার অফার হবে। দামও হবে কিছুটা সস্তা। যদিও ডিজাইন সাধারণ মডেলের মতোই হবে। তবে, এতে আরজিবি এলইডি লাইট এবং স্বচ্ছ কভারের অভাব থাকবে।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, রিয়েলমি জিটি নিও ৫ এসই-তে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট আউট সহ ফ্লেক্সিবল ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ১.৫কে (1.5K) রেজোলিউশন অফার করবে। উন্নত পারফরম্যান্সের জন্য, হ্যান্ডসেটটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে।
আর ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি নিও ৫ এসই ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করবে এবং এই সেটআপের মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪এম সেন্সর অবস্থান করবে। স্মার্টফোনটি কবে অফিশিয়ালি লঞ্চ হবে, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।