ভাবা যায়! এবার 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে Realme-র নয়া ফোন, বিস্তারিত জেনে নিন

রিয়েলমির পরবর্তী ফ্ল্যাগশিপ Realme GT Neo 5 স্মার্টফোনটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। হ্যান্ডসেটটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে আসবে বলে ইতিমধ্যেই…

রিয়েলমির পরবর্তী ফ্ল্যাগশিপ Realme GT Neo 5 স্মার্টফোনটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। হ্যান্ডসেটটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে আসবে বলে ইতিমধ্যেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। তবে, এটির একটি ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টও থাকবে বলে জানা গেছে। গত মাসে, RMX3706 এবং RMX708 মডেল নম্বর সহ দুটি রিয়েলমি ডিভাইস চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়িত হয়েছিল। এই সার্টিফিকেশন সাইটের তালিকা অনুযায়ী, বিভিন্ন চার্জিং ক্ষমতা সহ ভিন্ন আকারের ব্যাটারি ছাড়া, উভয় মডেলেই অভিন্ন স্পেসিফিকেশন থাকবে। এই দুটি মডেল নম্বর Realme GT Neo 5-এর সাথে যুক্ত বলে জানা গেছে। চলতি মাসের শুরুর দিকে, RMX3708 ভ্যারিয়েন্টটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছিল। আর এখন RMX3706 মডেলটিকেও গিকবেঞ্চ-এ স্পট করা গেছে। আসুন তাহলে এই মডেলটির বেঞ্চমার্ক তালিকা থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Realme GT Neo 5-এর ১৫০ ওয়াট চার্জিং সংস্করণটিকে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

RMX3706 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি নিও ৫-এর ১৫০ ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। পূর্বে গিকবেঞ্চ ডেটাবেসে উপস্থিত RMX3708 ভ্যারিয়েন্টের মতো, RMX3706 মডেলটিও ৩.০০ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে আসবে এবং এতে ১৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এর ওপর রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনের স্তর থাকবে বলে আশা করা হচ্ছে। RMX3706 গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,২৭৭ স্কোর করেছে এবং মাল্টি-কোর টেস্টে ৩,৯১৭ স্কোর অর্জন করেছে।

জানিয়ে রাখি, রিয়েলমি জিটি নিও ৫-এর টেনা (TENAA) তালিকা থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন অফার করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডারও মিলবে।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে লঞ্চ হওয়া Oppo Reno 9 Pro+ ছিল প্রথম ফোন, যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের আন্ডারক্লকড সংস্করণটি ব্যবহার করা হয়েছিল। এই একই প্রসেসর এবার Realme GT Neo 5-এ থাকবে বলে জানা গেছে। উভয় ভ্যারিয়েন্টের টেনা তালিকা অনুসারে, ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সহ আসবে।

উল্লেখ্য, GT Neo 5-এর RMX3706 ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যেখানে RMX3708 ভ্যারিয়েন্টে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই মডেল দুটি যথাক্রমে ১৫০ ওয়াট এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 5-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। প্রধান সেন্সরটি একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে মিলিত হবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। GT Neo 5 এই ফেব্রুয়ারিতেই চীন ও অন্যান্য বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন