Realme GT Neo 6: চমকে দেওয়া ডিজাইন, অবাক করা ফিচার, প্রকাশ্যে রিয়েলমির নয়া স্মার্টফোন
রিয়েলমি চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশনের সাথে ফ্ল্যাগশিপ গ্রেডের Realme GT Neo 5...রিয়েলমি চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশনের সাথে ফ্ল্যাগশিপ গ্রেডের Realme GT Neo 5 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এতে ছিল অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। হ্যান্ডসেটটির লঞ্চের পর প্রায় পাঁচ মাস কেটে গেছে। বর্তমানে ব্র্যান্ডটি তাই GT Neo 5-এর উত্তরসূরি অর্থাৎ Realme GT Neo 6-এর ওপর কাজ শুরু করেছে। ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন গত মাসেই সামনে এসেছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার এই আপকামিং রিয়েলমি ফোনটির রেন্ডার ফাঁস করেছেন, যা Realme GT Neo 6-এর ফার্স্ট লুকটি জনসমক্ষে এনেছে। কেমন দেখতে হতে চলেছে GT Neo সিরিজের পরবর্তী মডেলটিকে, আসুন জেনে নেওয়া যাক।
ফাঁস হল Realme GT Neo 6-এর রেন্ডার
টিপস্টার স্টিভ হেমারস্টোফার দ্বারা শেয়ার করা রেন্ডারগুলিতে একটি স্লিম প্রোফাইল সহ নতুন রিয়েলমি জিটি নিও ৬-কে দেখা গেছে। এতে ডুয়েল-টোনড ব্যাক প্যানেল রয়েছে, যার মধ্যে ক্যামেরা মডিউলটি কালো রঙের এবং বাকি প্যানেলটির রঙ সবুজ। ব্যাক প্যানেলে প্রসারিত আয়তক্ষেত্রাকার-আকৃতির অনুভূমিক ক্যামেরা মডিউল দেখা যায় যা অনেকটা লেটেস্ট পিক্সেল ফোনের মতো দেখতে।
আবার, ক্যামেরা আইল্যান্ডের বাম পাশে দুটি রিং উপস্থিত রয়েছে, যার মধ্যে তিনটি সেন্সর অবস্থান করছে। মডিউলের ডানদিকে একটি স্ন্যাপড্রাগন লোগো সহ একটি স্বচ্ছ প্যানেলও দেখা গেছে। এটি রিয়েলমি জিটি নিও ৬-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের উপস্থিতির দিকে নির্দেশ করে৷ ডিভাইসটি এনএফসি সাপোর্টের সাথেও আসবে৷ এই ফোনের ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটনের দেখা মিলবে।
এছাড়া সাম্প্রতিক একটি রিপোর্টে এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে Realme GT Neo 6-এ 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে। ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আসতে পারে। GT Neo 6 সম্ভবত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ প্রযুক্তি অফার করবে। ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও জানা গেছে। Realme GT Neo 6 এবছরের তৃতীয় ত্রৈমাসিকে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।