লঞ্চের আগেই Realme GT Neo 6 SE-এর ডিজাইন ফাঁস, ফিচার্স শুনলে কিনতে ছুটবেন

রিয়েলমি বর্তমানে তাদের GT Neo 6 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে খবর আসতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হল Realme...
Ananya Sarkar 19 March 2024 8:33 PM IST

রিয়েলমি বর্তমানে তাদের GT Neo 6 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে খবর আসতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হল Realme GT Neo 6 SE মডেলটি। ইতিমধ্যেই কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ আসবে। এবার Realme GT Neo 6 SE-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু নতুন তথ্য উঠে এসেছে।

Realme GT Neo 6 SE-এর স্কিম্যাটিক এবং বৈশিষ্ট্য

ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নতুন রিয়েলমি জিটি নিও 6 এসই-এর ডিজাইন স্কিম্যাটিকটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে যে, ফোনটির ক্যামেরা মডিউলটি তার পূর্বসূরি, জিটি নিও ৫ এসই-এর সাথে সাদৃশ্যপূর্ণ। ডিভাইসের প্রান্ত পর্যন্ত প্রসারিত এই মডিউলটির মধ্যে তিনটি স্বতন্ত্র ক্যামেরার রিং অবস্থান করছে। আর পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল বাটনগুলি ডানদিকে উপস্থিত রয়েছে।

ডিজাইন ছাড়াও, টিপস্টার রিয়েলমি জিটি নিও 6 এসই-এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছেন। আগেই নিশ্চিত করা স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 চিপসেট ছাড়াও, ফোনটিতে 8T এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানা গেছে। এটি পূর্বসূরি জিটি নিও 5 এসই-এর মতো একই ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা অফার করবে বলে অনুমান করা হচ্ছে। তাই এক্ষেত্রে খুব একটা আপগ্রেড দেখা যাবে না।

Realme GT Neo 6 SE-এর ডিজাইন

তবে, টিপস্টার বলেছেন যে, ফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে পারে, যা মূলত লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) ডিসপ্লের কারণে সম্ভব হবে। এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন উল্লেখ করেছেন যে, রিয়েলমি জিটি নিও 6 এসই আগের প্রজন্মের মডেলের তুলনায় হালকা এবং স্লিম হতে চলেছে।

উল্লেখ্য, Realme GT Neo 6 SE একটি ক্রমবর্ধমান সিরিজের অংশ মাত্র। লাইনআপে ফোনটির সাথে স্ট্যান্ডার্ড Realme GT Neo 6-ও অন্তর্ভুক্ত রয়েছে, যা Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। সম্প্রতি একে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। তাই আপাতত আসন্ন GT Neo 6 সিরিজে অন্তত দুটি নতুন মডেল থাকবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story