অপূর্ব ডিজাইনের সাথে দুর্দান্ত পারফরম্যান্সের যুগলবন্দি, ঝড় তুলবে Realme GT Neo 6 SE

Realme GT Neo 6 SE খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে ডিসপ্লে ফিচার্স সবার নজর কাড়ছে।…

Realme GT Neo 6 SE খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে ডিসপ্লে ফিচার্স সবার নজর কাড়ছে। Realme GT Neo 6 SE এপ্রিল মাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করতে পারে, যদিও লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। ফোনটি এবার গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে আরও কিছু অজানা তথ্য প্রকাশ করেছে।

Realme GT Neo 6 SE হাজির Geekbench ডেটাবেসে

রিয়েলমি জিটি নিও 6 এসই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে RMX 3850 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটির মাদারবোর্ডের কোডনেম পাইনঅ্যাপল (Pineapple) এবং এতে 1.9 গিগাহার্টজ গতির তিনটি কোর, 2.61 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর ও 2.8 গিগাহার্টজে রান করা একটি প্রাইম কোর রয়েছে।

এই তথ্যগুলি নির্দেশ করে যে, সেটি আসলে স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3, যা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। কোয়ালকম (Qualcomm) তাদের এই প্রসেসরটিকে কয়েক সপ্তাহ আগেই প্রকাশ করেছে। এছাড়া বেঞ্চমার্কিং ডেটাবেস অনুসারে, রিয়েলমি জিটি নিও 6 এসই 16 জিবি র‍্যাম অফার করবে, তবে লঞ্চের সময় এর আরও অপশন বাজারে আসতে পারে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, রিয়েলমি জিটি নিও 6 এসই গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে 1,889 এবং 5,102 পয়েন্ট স্কোর করেছে। এগুলি ছাড়া, বেঞ্চমার্কিং ডেটাবেসে স্মার্টফোনটির আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

জানিয়ে রাখি, Realme GT Neo 6 SE-এর ডিসপ্লের চারপাশে আল্ট্রা স্লিম বেজেল থাকবে। এতে সামান্য কার্ভড-এজ সহ বিওই (BOE)-নির্মিত 8টি এলটিপিও (8T LTPO) প্যানেল রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, যা চিত্তাকর্ষক 6,000 নিট পিক ব্রাইটনেস ও 1.5K রেজোলিউশন অফার করবে। সিলভার নাইট কালার অপশনের ছবিও সামনে আনা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলের ওপরের দিকে আয়তক্ষেত্রাকার গ্লসি ফিনিশের মধ্যে দুটি প্রসারিত ক্যামেরার রিং আর বাদবাকি অংশে ম্যাট ফিনিশ রয়েছে।