মে'মাসে বাজার গরম করতে আসছে বিভিন্ন স্মার্টফোন, তালিকায় Realme, Oppo, Vivo

চীনে এখন মে দিবস উপলক্ষে ছুটির আমেজ। তবে ছুটি শেষে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড একগুচ্ছ নতুন স্মার্টফোন বাজারে উন্মোচন...
Ananya Sarkar 3 May 2024 10:53 AM IST

চীনে এখন মে দিবস উপলক্ষে ছুটির আমেজ। তবে ছুটি শেষে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড একগুচ্ছ নতুন স্মার্টফোন বাজারে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এখন এক সুপরিচিত টিপস্টার স্পষ্টভাবে নাম উল্লেখ না করে চীনা বাজারে ছয়টি ফ্ল্যাগশিপ-গ্রেডের ফোনের আগমনের ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার লেটেস্ট পোস্টটি দেখে আন্দাজ করা হচ্ছে যে, সম্ভবত তিনি Realme GT Neo 6, Vivo X100 সিরিজ, Oppo Reno 12 লাইনআপ এবং Meizu 21 Note-এর কথা বলেছেন। এই আপকামিং ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

Realme GT Neo 6:

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে যে প্রথম ফোনটির কথা বলেছেন, তা স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলে এবং এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটিকে আসন্ন রিয়েলমি জিটি নিও ৬ বলে মনে করা হচ্ছে। ওই টিপস্টারই সম্প্রতি দাবি করেছেন যে, রিয়েলমির এই ৮এস জেন ৩ চিপসেট-চালিত ফোনটি দ্রুততম চার্জিং সাপোর্ট অফার করবে। আর এখনও পর্যন্ত কোনও স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর যুক্ত ফোনই ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে না।

Vivo X100s সিরিজ:

মিডিয়াটেক আগামী ৭ মে চীনে ডাইমেনসিটি ৯৩০০ প্লাস ফ্ল্যাগশিপ চিপসেটটি উন্মোচন করবে। টিপস্টার উল্লেখিত প্রসেসরের সাথে দুটি ফোনের আগমনের ইঙ্গিত দিয়েছে। উভয় হ্যান্ডসেটই ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে দ্বারা সজ্জিত হবে এবং এগুলিতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এই ডিভাইসগুলি ভিভো এক্স১০০এস এবং ভিভো এক্স১০০এস প্রো নামে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

ডিসিএস বলেছেন যে, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং Snapdragon 8 Gen 3 চিপসেট সমন্বিত আরও একটি ভিভো ফোনের ওপর কাজ চলছে। এই মডেলটি Vivo X100 Ultra হবে বলে মনে করা হচ্ছে, যা Vivo X100s এবং X100s Pro-এর পাশাপাশি আত্মপ্রকাশ করতে পারে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি X100 Ultra-এর বদলে Vivo X100s Ultra ব্র্যান্ডিং বহন করতে পারে।

Oppo Reno 12 সিরিজ:

ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্টে উল্লেখিত পঞ্চম ফোনটিতে মাইক্রো-কার্ভড ডিজাইন সহ ওলেড (OLED) প্যানেল থাকবে। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন অফার করবে এবং ডিভাইসটিতে MediaTek Dimensity 9200 প্রসেসর অন্তর্ভুক্ত থাকবে। গুঞ্জন শোনা যাচ্ছে যে এই হ্যান্ডসেটটি Reno 12 Pro হতে পারে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Reno 12 মডেলটি Dimensity 8200 চিপ সহ ‘Pro’ মডেলের পাশাপাশি আত্মপ্রকাশ করতে পারে।

Meizu 21 Note:

অবশেষে, টিপস্টার Qualcomm Snapdragon 8 Gen 2 যুক্ত একটি ফোনের কথা উল্লেখ করেছেন। বর্তমানে উপলব্ধ তথ্যগুলির ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে, তিনি সম্ভবত Meizu 21 Note ফোনটির আগমনের ইঙ্গিত দিয়েছেন।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Honor 200 এবং 200 Pro ও এই মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসগুলিতে যথাক্রমে Snapdragon 8s Gen 3 এবং 8 Gen 3 চিপসেট থাকবে। এদিকে, Moto X50 Ultra ফোনটিও এমাসে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে।

Show Full Article
Next Story