এবার হোলি অফার নিয়ে হাজির Realme-ও, কোম্পানির লেটেস্ট 5G ফোনগুলি পাবেন 5000 টাকা ছাড়ে
সামনেই হোলি, ইতিমধ্যেই চারদিকে রঙের সাজ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বছরের এই উৎসবটিকে স্মরণীয় করে রেখে, আপনি যদি এখন নতুন...সামনেই হোলি, ইতিমধ্যেই চারদিকে রঙের সাজ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বছরের এই উৎসবটিকে স্মরণীয় করে রেখে, আপনি যদি এখন নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাও আবার সস্তায় – তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে সম্প্রতি ভারতের বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Realme, তার লেটেস্ট স্মার্টফোন সিরিজে বিশাল ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। আপনি Flipkart কিংবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.realme.com)-এ গিয়ে Realme 12 Pro সিরিজ এবং হালফিলে লঞ্চ হওয়া Realme 12 সিরিজের 5G ফোনগুলি অফারে কিনতে পারেন – তবে মনে রাখবেন, এর জন্য আগামী 21 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কাজ সেরে ফেলতে হবে। উল্লেখ্য, এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদি মিলিয়ে Realme কোম্পানি 5,000 টাকা পর্যন্ত অফার দেবে। আসুন, এখন এক নজরে Realme প্রদত্ত অফারগুলি দেখে নেওয়া যাক।
নিজের এই ফোনগুলিতে সেরা অফার দিচ্ছে Realme
Realme 12+ 5G: এর 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিতে 1,000 টাকার প্রাইস অফার, 1,000 টাকার কুপন অফার এবং 1,000 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা আছে। অন্যদিকে 256 জিবি স্টোরেজ সংস্করণটি 1,500 টাকার ব্যাঙ্ক অফার এবং 1,500 টাকার এক্সচেঞ্জ অফারে হাতে পাবেন। চাইলে এগুলি 9 মাসের নো-কস্ট ইএমআইয়েও হাতে পেতে পারেন।
Realme 12 5G: এই ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় – এর মধ্যে 6 জিবি ও 128 জিবি স্টোরেজে 2,000 টাকার কুপন এবং 1,000 টাকার সুপার কয়েন/ব্যাঙ্ক অফার মিলবে। আবার এর 8 জিবি ও 128 জিবি মডেলে থাকবে 1,500 টাকার ব্যাঙ্ক অফার এবং 1,500 টাকার এক্সচেঞ্জ অফার। এগুলি 6 মাসের নো কস্ট ইএমআইয়ে কিনতে পারবেন।
Realme 12 Pro+ 5G: এই ফোনের 8 জিবি+128 জিবি ভ্যারিয়েন্টে 1,000 টাকা কুপন, 4,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 3,000 টাকার এক্সচেঞ্জ অফার উপলব্ধ। অন্যদিকে এর 8 জিবি+256 জিবি স্টোরেজ এবং 12 জিবি+256 জিবি স্টোরেজ মডেল 3,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 3,000 টাকার এক্সচেঞ্জ অফারে কেনা যাচ্ছে। এই স্মার্টফোনগুলিতে 6 মাস থেকে 12 মাসের নো কস্ট ইএমআই স্কিম রয়েছে।
Realme 12 Pro 5G: এই ফোনটিরও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে 8 জিবি ও 128 জিবি সংস্করণটি 1,000 টাকার প্রাইস অফার, 2,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 2,000 টাকার এক্সচেঞ্জ অফারে কেনা যাবে। একইভাবে এর 8 জিবি ও 256 জিবি মডেলে পাবেন 3,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 3,000 টাকার এক্সচেঞ্জ অফার। আবার স্মার্টফোনের 12 জিবি ও 256 জিবি মডেলে 1,000 টাকার প্রাইস অফার, 3,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 3,000 টাকার এক্সচেঞ্জ অফার আছে। এছাড়া এগুলিতে 12 মাসের নো কস্ট ইএমআইয়ের বেনিফিটও উপলব্ধ।