নতুন বছরের উপহার, Realme Narzo 50 Pro, GT Neo 3T ফোনে এল বহু প্রতীক্ষিত আপডেট, কীভাবে ডাউনলোড করবেন

সম্প্রতি Realme GT Neo 2 ফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 এর ওপেন বিটা প্রোগ্রাম শুরু হয়েছিল। আর এখন এর...
Julai Modal 30 Dec 2022 11:54 AM IST

সম্প্রতি Realme GT Neo 2 ফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 এর ওপেন বিটা প্রোগ্রাম শুরু হয়েছিল। আর এখন এর উত্তরসূরী, Realme GT Neo 3T ফোনের জন্য একই সফটওয়্যারের স্টেবল আপডেট রোল আউট করা হল। পাশাপাশি Realme Narzo 50 Pro ফোনেও একই আপডেট এসেছে। ফলে এই দুটি ফোন এখন থেকে অ্যাকুয়ামরফিক ডিজাইন, উন্নত সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার, দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স অফার করবে।

উল্লেখ্য, কিছুমাস আগেই Realme GT Neo 3T ও Realme Narzo 50 Pro ফোন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল Realme UI 4.0 এর ওপেন বিটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে যারা অংশ নিয়েছিল, তারাই আগে আপডেট পাবে। এরজন্য সংস্থা কিছু ভার্সন নম্বরও ফোরামে উল্লেখ করেছে।

Realme GT Neo 3T ফোনে আসা এই স্টেবল আপডেট পেতে আপনার ডিভাইসটিকে RMX3371 11.A.09 সফটওয়্যার ভার্সনে এখন চলতে হবে। নচেৎ এই আপডেট পাওয়া যাবে না।

অন্যদিকে, যেসমস্ত Realme Narzo 50 Pro ফোন RMX3395 11.A.05, RMX3395 11.A.06, or RMX3395 11.A.07 ভার্সনে চলে তারাই নতুন আপডেট পাবে।

মনে রাখবেন, ধাপে ধাপে Realme UI 4.0 স্টেবল আপডেট রোল আউট করা হবে। তাই সবার কাছে একসঙ্গে আপডেট পৌঁছবে না। আপনি যদি এদের মধ্যে কোনো একটি ফোন ব্যবহার করেন এবং আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে ফোনের Settings থেকে About Phone এবং এরপর Software Update সেকশনে‌ যান।

Show Full Article
Next Story