Realme Narzo 50i Prime এবার ভারতে আসছে, 5000mAh ব্যাটারির এই ফোনের দাম কত হবে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme তাদের Narzo সিরিজের অধীনে একাধিক বাজেট ও মিড-রেঞ্জের হ্যান্ডসেট ইতিমধ্যেই বাজারে...
techgup 6 Sept 2022 11:24 PM IST

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme তাদের Narzo সিরিজের অধীনে একাধিক বাজেট ও মিড-রেঞ্জের হ্যান্ডসেট ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে। বর্তমানে সংস্থাটি এই লাইনআপে অন্তর্ভুক্ত Realme Narzo 50i Prime নামে আরেকটি নয়া ডিভাইস শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখন রিয়েলমির ভারতীয় শাখার ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে, যা Narzo 50-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনটির আসন্ন আগমনের বিষয়ে নিশ্চিত করেছে। এদেশে Realme Narzo 50i Prime-এর লঞ্চের তারিখ এবং দামের বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে, ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-তেও ফোনটিকে 'Coming soon' ট্যাগ সহ তালিকাভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত Realme Narzo 50i Prime জুন মাসে বিশ্বের কিছু নির্বাচিত বাজারে উন্মোচন করা হয়েছিল। হ্যান্ডসেটটিতে একটি রিয়ার ক্যামেরা রয়েছে এবং এটি ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ডেড স্টোরেজের সাপোর্ট অফার করে।

Realme-এর অফিসিয়াল সাইটে প্রকাশিত হল আসন্ন Narzo 50i Prime-এর ল্যান্ডিং পেজ

রিয়েলমি তাদের ভারতীয় শাখার ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজের মাধ্যমে, রিয়েলমি নার্জো ৫০আই প্রাইম-এর আসন্ন লঞ্চটিকে টিজ করছে। আপাতত, পেজটি শুধুমাত্র একটি 'নোটিফাই মি' বাটনই দেখাচ্ছে। তবে ইতিমধ্যে, অ্যামাজন ইন্ডিয়াও তাদের সাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে, যা ইঙ্গিত করছে যে ফোনটি লঞ্চের পর এই বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ হবে৷

প্রসঙ্গত, রিয়েলমি এখনও নার্জো ৫০আই প্রাইম-এর মূল্যের বিবরণ প্রকাশ করেনি, কিন্তু যেহেতু ফোনটি ইতিমধ্যেই বাছাই করা কিছু মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এর দাম কত হতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। নার্জো সিরিজের এই হ্যান্ডসেটটিকে ই-কমার্স ওয়েবসাইট ল্যাজাডা (Lazada)-এ ৪৯৯ মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৮,৫০০০ টাকা) এবং অ্যালিএক্সপ্রেস (AliExpress)-এ ১৪২ ডলার (প্রায় ১১,১০০ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। ফোনটির ভারতীয় মূল্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তাই আশা করা হচ্ছে, এদেশে এই রিয়েলমি ফোনটির দাম ১০,০০০ টাকার মধ্যেই রাখা হবে।

উল্লেখ্য, গত জুনে মালয়েশিয়ায় লঞ্চ হওয়া Realme Narzo 50i Prime-এ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি অনির্দিষ্ট অক্টা-কোর ইউনিসক চিপসেট দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৫৭ (Mali-G57) জিপিইউ-টি যুক্ত রয়েছে। Narzo 50i Prime সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। তবে, এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যায়। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50i Prime-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই সাশ্রয়ী মূল্যের বাজেট ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story