Realme Narzo 60 সিরিজ 5G-র ফার্স্ট লুক প্রকাশ্যে, 100MP ক্যামেরার সঙ্গে 6 জুন লঞ্চ

রিয়েলমি (Realme) গত কয়েকদিনে তাদের পরবর্তী Narzo সিরিজের স্মার্টফোনের আগমন নিয়ে একাধিক টিজার প্রকাশ করেছে। এর...
Ananya Sarkar 27 Jun 2023 11:15 PM IST

রিয়েলমি (Realme) গত কয়েকদিনে তাদের পরবর্তী Narzo সিরিজের স্মার্টফোনের আগমন নিয়ে একাধিক টিজার প্রকাশ করেছে। এর পাশাপাশি, আসন্ন Narzo 60 লাইনআপ সম্পর্কে একাধিক তথ্য অনলাইনেও প্রকাশিত হয়েছে। এখন ব্র্যান্ডটি অবশেষে তাদের আসন্ন সিরিজের লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। Realme Narzo 60 5G সিরিজ আগামী সপ্তাহেই ভারতের বাজারে পা রাখতে চলেছে। আসুন তাহলে লঞ্চের আগে আপকামিং Realme Narzo সিরিজটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme Narzo 60 Series 5G লঞ্চের তারিখ

রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নার্জো ৬০ ৫জি সিরিজের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট প্রকাশ করেছে। এছাড়াও, অ্যামাজনে নতুন রিয়েলমি ফোনগুলির উপলব্ধতা নিশ্চিত করে আরেকটি মাইক্রোসাইটও ইতিমধ্যেই লাইভ রয়েছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, রিয়েলমি নার্জো ৬০ ৫জি সিরিজটি আগামী ৬ জুলাই, দুপুর ১২টায় ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। রিয়েলমি জানিয়েছে যে, এই লাইনআপে স্ট্যান্ডার্ড নার্জো ৬০ ৫জি এবং নার্জো ৬০ প্রো ৫জি মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। দুটি ফোনই একইসাথে আগামী বৃহস্পতিবার লঞ্চ হবে।

এছাড়া, রিয়েলমি নার্জো ইন্ডিয়া-এর টুইটারে হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা লেটেস্ট টিজার অনুসারে, নার্জো ৬০ ৫জি সিরিজে অভিনব মার্সিয়ান হরাইজন (Martian Horizon) ডিজাইন থাকবে। এটিকে একটি কমলা রঙের লেদার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে। আসন্ন ডিভাইসটিতে একটি বৃত্তাকার প্রসারিত ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে৷ এছাড়াও, এর মধ্যে একটি টেক্সট রয়েছে যা ফোনে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের উপস্থিতি নিশ্চিত করে।

Realme Narzo 60 5G সিরিজে ৬১ ডিগ্রি কার্ভেচার এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের ফোনে ২,৫০,০০০টি ফটো সঞ্চয় করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে, যার অর্থ এটি ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ সহ আসতে পারে। তবে এগুলি ছাড়া, Realme Narzo 60 5G এবং Narzo 60 Pro 5G-এর বাকি বিবরণ এই মুহূর্তে অজানা। দুই মডেলে সামান্য ভিন্ন স্পেসিফিকেশন থাকতে পারে। মনে করা হচ্ছে আসন্ন ডিভাইসগুলি Realme 11 Pro এবং Pro+-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

Show Full Article
Next Story