অপেক্ষার অবসান, Realme Narzo 60x 5G এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে, ফ্যানদের জন্য রয়েছে বোনাস

Realme সম্প্রতি ভারতে Narzo 60 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই এই সিরিজের আরও একটি নতুন ফোন এদেশে…

Realme সম্প্রতি ভারতে Narzo 60 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই এই সিরিজের আরও একটি নতুন ফোন এদেশে আনতে চলেছে। আগামী ৬ সেপ্টেম্বর ভারতে Realme Narzo 60x 5G ডিভাইসটি লঞ্চ হবে। স্মার্টফোনের পাশাপাশি Realme Buds T300 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডও ওইদিন বাজারে পা রাখবে।

Realme Narzo 60x 5G ভারতে লঞ্চ হচ্ছে ৬ সেপ্টেম্বর

রিয়েলমি ৬ সেপ্টেম্বর, ২০২৩ বুধবার দুপুর ১২টায় রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি এবং রিয়েলমি বাডস টি৩০০ ভারতে লঞ্চ করবে বলে এক্স-এ একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছে।

Realme Narzo 60x 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Realme Narzo 60x 5G-এ থাকবে ৬.৭২ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্মার্টফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এটি বেশি র‌্যাম এবং স্টোরেজ অফার করবে।

Realme Buds T300 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এটি স্টেম ডিজাইন ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাথে আসবে। ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ১২.৪ মিমি ড্রাইভার থাকবে। এটি ৩০ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দেবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন