Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G: বাজেটের মধ্যে কোন 5G ফোন সেরা দেখে নিন

গতকাল অর্থাৎ ৬ই সেপ্টেম্বর Realme Narzo 60x 5G ভারতে লঞ্চ হয়েছে। এদেশে এর দাম রাখা হয়েছে ১৩,০০০ টাকার কম। যদিও দামের...
SUPARNA 7 Sept 2023 2:29 PM IST

গতকাল অর্থাৎ ৬ই সেপ্টেম্বর Realme Narzo 60x 5G ভারতে লঞ্চ হয়েছে। এদেশে এর দাম রাখা হয়েছে ১৩,০০০ টাকার কম। যদিও দামের তুলনায় এর ফিচার যথেষ্টই সমৃদ্ধ। Realme ব্র্যান্ডের এই নয়া হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ LCD ডিসপ্লে প্যানেল, অক্টা কোর চিপসেট, ৬ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। সর্বোপরি এই লো-বাজেট রেঞ্জের ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। যাবতীয় ফিচার এবং দামের নিরিখে মনে করা হচ্ছে, আলোচ্য মডেলটি বিদ্যমান Samsung Galaxy F14 5G -এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক্ষেত্রে প্রতিযোগিতায় নয়া Realme Narzo 60x 5G নাকি ৬ মাস পুরোনো Samsung Galaxy F14 5G কোনটি এগিয়ে থাকতে পারে তার ধারণা পেতে আজ আমরা উল্লেখিত দুটি ফোনের মধ্যে তুলনামূলক আলোচনা করবো।

Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G : দাম

ভারতে রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি স্মার্টফোনের দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই বিক্রয় মূল্য ফোনটির ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আর টপ-এন্ড ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ১৪,৪৯৯ টাকা। এটিকে স্টেলার গ্রিন বা নেবুলা পার্পল কালার অপশনে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯০ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হয়েছে ১৪,৪৯০ টাকা। এটি – ওএমজি ব্ল্যাক, গোট গ্রীন এবং বিএই পার্পেল কালারে উপলব্ধ।

Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস PLS LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি স্মার্টফোন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসরের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে এই ফোনে সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে ইন-হাউস এক্সিনস ১৩৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ কাস্টম ইউজার ইন্টারফেস প্রি-লোডেড থাকছে। এটিকে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্য আলোচ্য ডিভাইসে মোট ১২ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা সম্ভব।

Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G : ক্যামেরা সেটআপ

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য Realme Narzo 60x 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy F14 5G ফোনের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Realme Narzo 60x 5G vs Samsung Galaxy F14 5G : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

রিয়েলমির ফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ডুয়েল সিম স্লট, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট সুপারভুক (SuperVooc) চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে ৷

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে – ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

Show Full Article
Next Story