Realme Narzo 60x: রিয়েলমির সবচেয়ে সস্তা 5G ফোন বাজারে এল, রয়েছে 120hz ডিসপ্লে, 33W চার্জিং
বেশ কিছুদিন ধরে জল্পনা চলার পর অবশেষে রিয়েলমি আজ (৬ সেপ্টেম্বর) ভারতে তাদের Narzo 60 সিরিজের অধীনে Realme Narzo 60x 5G...বেশ কিছুদিন ধরে জল্পনা চলার পর অবশেষে রিয়েলমি আজ (৬ সেপ্টেম্বর) ভারতে তাদের Narzo 60 সিরিজের অধীনে Realme Narzo 60x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। নার্জো সিরিজের নয়া ফোনটি প্রত্যাশামতোই রিব্র্যান্ডেড Realme 11x 5G হিসেবে এদেশের বাজারে পা রেখেছে। তবে, নাম ছাড়াও ডিভাইসটিতে তিনটি পার্থক্য রয়েছে। Narzo 60x 5G ভিন্ন কালার, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পরিবর্তে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এবং ফ্লিপকার্টের পরিবর্তে অ্যামাজনে বিক্রি করা হবে৷ তবে, এই নতুন হ্যান্ডসেটটির প্রধান আকর্ষণ হল এটি রিয়েলমির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন। এতে বড় হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, একটি মিডিয়াটেক চিপসেট এবং একটি বিশাল ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে Realme Narzo 60x 5G-এর মূল্য, উপলব্ধতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে Realme Narzo 60x 5G-এর মূল্য ও লভ্যতা
ভারতের বাজারে রিয়েলমি নার্জো ৬০এক্স ৫জি-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর টপ-এন্ড ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ১৪,৪৯৯ টাকা। হ্যান্ডসেটটি স্টেলার গ্রিন বা নেবুলা পার্পল কালার অপশনে পাওয়া যাবে। এটি অ্যামাজন এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ১২ টায় রিয়েলমি নার্জো ৬০এক্স ৫জি-এর প্রথম সেল অনুষ্ঠিত হবে।
Realme Narzo 60x 5G-এর স্পেসিফিকেশন
রিয়েলমি নার্জো ৬০এক্স ৫জি-এ ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেটটি রয়েছে। এই রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Narzo 60x 5G-এর ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অবস্থান করছে। অন্যদিকে, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo 60x 5G-এ ৩৩ ওয়াট সুপারভুক (SuperVooc) চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷
এছাড়াও, এই রিয়েলমি ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল ডুয়েল সিম, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক সহ এসেছে৷