দুর্দান্ত ডিসপ্লে সহ Realme Narzo 70 Curve আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে, দাম বাজেটের মধ্যে

Realme Narzo 70 Curve স্মার্টফোনে রিয়েলমি নারজো ৭০ ও ৭০এক্স এর মতো গোলাকার নাকি নারজো ৭০ টার্বো-র মতো বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে তা এখনও অস্পষ্ট।

Suman Patra 15 Nov 2024 11:08 AM IST

চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme GT 7 Pro। তবে এটাই ২০২৪ সালে ভারতে কোম্পানির শেষ স্মার্টফোন হবে না। কারণ ইতিমধ্যেই জানা গেছে যে, ডিসেম্বরে Realme 14 Pro Lite এদেশে আসবে। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিসেম্বরে Realme Narzo 70 Curve নামেও একটি ফোন ভারতে লঞ্চ হবে। ডিভাইসটির দামও প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। এর আগে নারজো ৫০ সিরিজের অধীনে ভারতে Narzo 70x Narzo 70 এবং Narzo 70 Turbo মডেলগুলি এসেছে।

Realme Narzo 70 Curve ডিসেম্বরে ভারতে লঞ্চ হচ্ছে

৯১মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ডিসেম্বরে ভারতে নারজো সিরিজের চতুর্থ ফোন লঞ্চ করতে চলেছে। সাপ্লাই চেইন থেকে তারা জানতে পেরেছে এই ডিভাইসের নাম রাখা হবে রিয়েলমি নারজো ৭০ কার্ভ। ডিসেম্বরের ধেষের দিকে হ্যান্ডসেটটির আগমন ঘটবে। এতে নারজো ৭০ সিরিজের অন্যান্য মডেলের মতো কার্ভড এজ স্ক্রিন দেখা যাবে। তবে রিয়েলমি নারজো ৭০ কার্ভ স্মার্টফোনে রিয়েলমি নারজো ৭০ ও ৭০এক্স এর মতো গোলাকার নাকি নারজো ৭০ টার্বো-র মতো বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে তা এখনও অস্পষ্ট।

রিয়েলমি নারজো ৭০ কার্ভ এর দাম ও প্রাপ্যতা

রিয়েলমি নারজো ৭০ কার্ভ এর দাম ভারতে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে রাখা হবে। তবে এটি কোন কোন র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তা জানা যায়নি। যদিও ভারতে ফোনটি অ্যামাজন ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ডিসেম্বরে ভারতে রিয়েলমি ১৪ প্রো লাইট নামেও একটি স্মার্টফোন লঞ্চ হবে। এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আত্মপ্রকাশ করতে পারে। ডিভাইসটির স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্ট ফাঁস হয়েছে। রিয়েলমি ১৪ প্রো লাইট একাধিক স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে - ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। আবার ফোনটি এমারেল্ড গ্রিন, মোনেট পার্পেল, মোনেট গোল্ড কালার অপশনে আসবে। তবে এর স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি।

Show Full Article
Next Story