Realme Narzo 70 Curve ভারতে 20 হাজার টাকার মধ্যে 512 জিবি মেমোরি সহ লঞ্চ হবে

Realme Narzo 70 Curve শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এতে কার্ভড স্ক্রিন থাকবে।রিয়েলমি নারজো 70 কার্ভ ডিপ ভায়োলেট এবং ডিপ স্পেস টাইটানিয়াম কালার অপশনে আসবে।

Ankita Mondal 29 Nov 2024 1:28 PM IST

Highlights

Realme Narzo 70 Curve এর দাম রাখা হবে 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে।

রিয়েলমি নারজো 70 কার্ভ ভারতে চারটি র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে - 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB।

রিয়েলমি নারজো 70 কার্ভ ডিপ ভায়োলেট এবং ডিপ স্পেস টাইটানিয়াম কালার অপশনে আসবে।

Realme Narzo 70 Curve শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এতে কার্ভড স্ক্রিন থাকবে। যদিও রিয়েলমির পক্ষ থেকে এখনও এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে আজ আসন্ন এই নারজো 70 সিরিজের ফোনের র‌্যাম, স্টোরেজ এবং কালার ভ্যারিয়েন্ট অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, রিয়েলমি নারজো 70 কার্ভ চারটি র‌্যাম এবং স্টোরেজ কনফিগারেশন এবং দুটি কালার অপশনে পাওয়া যাবে। পাশাপাশি ফোনটির লঞ্চের সময় এবং দামও সামনে এসেছে।

Realme Narzo 70 Curve পাওয়া যাবে 512GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে

৯১মোবাইলস একটি রিপোর্টে রিয়েলমি নারজো 70 কার্ভ এর র‌্যাম, স্টোরেজ এবং কালার অপশন শেয়ার করেছে। এটি ভারতে চারটি র‌্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে - 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB।

রিয়েলমি নারজো 70 কার্ভ ডিপ ভায়োলেট এবং ডিপ স্পেস টাইটানিয়াম কালার অপশনে আসবে। এর মডেল নম্বর RMX3990 থাকবে বলে জানা গেছে।

Realme Narzo 70 Curve এর দাম হতে পারে 15 হাজার থেকে 20 হাজারের মধ্যে

রিপোর্টে আরও বলা হয়েছে যে রিয়েলমি নারজো 70 কার্ভ এর দাম রাখা হবে 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে। এতে রিয়েলমি নারজো 70 সিরিজের অন্যান্য মডেলের মতো ডিজাইন এবং স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে এই সিরিজের অধীনে রিয়েলমি নারজো 70, নারজো 70 প্রো, নারজো 70এক্স এবং নারজো 70 টার্বো 5G লঞ্চ হয়েছে।

সিরিজের সব মডেলেই রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট

এর আগে লঞ্চ হওয়া রিয়েলমি নারজো 70 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। আবার নারজো 70x মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট রয়েছে। রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট। অন্যদিকে নারজো 70 টার্বো 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি 5G চিপসেট রয়েছে। চারটি মডেলই 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ এসেছে।

Show Full Article
Next Story