প্রথম সেলেই রেকর্ড বিক্রি! এখন Realme-র এই নজরকাড়া 5G ফোনে পাবেন 3,000 টাকা পর্যন্ত ছাড়

আপনি কি এই উৎসবের মরসুমে একটি ভালো 5G ফোন কিনবেন ভাবছেন? এদিকে নানা কারণে আপনার বাজেট টাইট? তাহলে এখন আপনার মুখে হাসি...
Anwesha Nandi 11 April 2024 7:43 PM IST

আপনি কি এই উৎসবের মরসুমে একটি ভালো 5G ফোন কিনবেন ভাবছেন? এদিকে নানা কারণে আপনার বাজেট টাইট? তাহলে এখন আপনার মুখে হাসি ফোটাবে Realme ব্র্যান্ডটি। আসলে গত মাসে তারা মিড রেঞ্জার সেগমেন্টে Realme Narzo 70 Pro 5G নামক নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে। এই ফোনটি অনন্য গ্লাস ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা ও আরও অন্যান্য দুর্দান্ত ফিচারের পাশাপাশি টাচ ছাড়াই কাজ করার এয়ার জেস্টচার (Air Gesture) ফাংশনের সাথে এসেছে – এমনকি প্রথম সেলে প্রতি মিনিটে গড়ে 300 ইউনিট বিক্রি হওয়ায় এটি গড়েছে আশ্চর্যজনক সেলিং রেকর্ডও।

সেক্ষেত্রে এখন লঞ্চের কয়েকটা সপ্তাহ কেটে যাওয়ার ফোনটিকে আরও বেশি মানুষের হাতে পৌঁছে দিতে 3,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যান্ডটি। ফলে আপনি চাইলেই এটি এখন সস্তায় হাতে পেয়ে যাবেন। আসুন, দেখে নিই Realme Narzo 70 Pro 5G-র দাম, অফার এবং মূল ফিচারসমূহ।

3,000 টাকা অবধি সস্তায় পাবেন Realme Narzo 70 Pro 5G

আজ রাত 12টা মানে 12 এপ্রিল থেকে রিয়েলমি কোম্পানি তার অফিসিয়াল ওয়েবসাইট (realme.com) এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র মাধ্যমে একটি সেল দেবে, যাতে আগামী 14 এপ্রিল পর্যন্ত নার্জো 70 প্রো 5জি স্মার্টফোনটি 3,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এই ছাড় ক্রেতারা ব্যাঙ্ক অফার হিসেবে পাবেন।

রিয়েলমি নার্জো 70 প্রো 5জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ – এর মধ্যে 8 জিবি+128 জিবি মডেলের এমআরপি (MRP) 24,999 টাকা যা সাধারণত 19,999 টাকায় পাওয়া যায়। তবে সেল উপলক্ষে এটি আরও 2,000 টাকা ছাড়ে 17,999 টাকায় মিলবে। অন্যদিকে 8 জিবি+256 জিবি মডেলের এমআরপি 26,999 টাকা ধার্য হলেও 21,999 টাকায় কেনা যায়। আবার সেলে এই ভ্যারিয়েন্টটি অতিরিক্ত 3,000 টাকা ছাড়ে 18,999 টাকায় পাবেন।

Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন

গত মাসে লঞ্চ হওয়া রিয়েলমি নার্জো 70 প্রো 5জি স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে আছে, সাথে রয়েছে ডুয়াল টোন গ্লাস ডিজাইন। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, যার সাথে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে; এক্ষেত্রে 8 জিবি ভার্চুয়াল র‍্যামের অপশনও কাজে লাগানো যায়। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাবেন 67 ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই রিয়েলমি হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স890 ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে। সফ্টওয়্যার ফ্রন্টে এটি চলে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.1 কাস্টম স্কিনের সাহায্যে। এছাড়া এর অন্যতম আকর্ষণ এয়ার জেস্টচার ফিচার, যা স্ক্রিন স্পর্শ না করেই কেবলমাত্র হাতের ইশারায় ইউজারদের কল রিসিভ, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ইত্যাদি নানা কাজ করতে দেয়।

উল্লেখ্য, রিয়েলমি নার্জো 70 প্রো 5জি ফোন দুটি রঙে কেনার জন্য উপলব্ধ – গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড।

Show Full Article
Next Story