Realme Narzo 70 Pro 5G আগামীকাল থেকেই কেনা যাবে, সময় জানালো সংস্থা

Realme Narzo 70 Pro 5G আগামীকাল অর্থাৎ 19 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে এরজন্য একটি অনলাইন ইভেন্টের আয়োজন...
techgup 18 March 2024 12:34 PM IST

Realme Narzo 70 Pro 5G আগামীকাল অর্থাৎ 19 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে এরজন্য একটি অনলাইন ইভেন্টের আয়োজন করা হয়েছে। ডিভাইসটি Amazon ও realme.com থেকে কেনা যাবে। ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার সম্পর্কেও জানা গেছে। আজ আবার সামনে এসেছে যে, আগামীকাল সন্ধ্যায় 6টায় Realme Narzo 70 Pro 5G এর সেল শুরু হবে।

Realme Narzo 70 Pro 5G এর আর্লি অ্যাক্সেস সেল আগামীকাল

আজ অ্যামাজনের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামীকাল রিয়েলমি নারজো 70 প্রো 5G ভারতে লঞ্চ হবে। আবার কালই সন্ধ্যা 6টায় এর আর্লি অ্যাক্সেস সেল শুরু হবে। আর স্টক শেষ না হওয়া পর্যন্ত আগ্রহীরা ডিভাইসটি কিনতে পারবেন।

Realme Narzo 70 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি নারজো 70 প্রো 5G এয়ার জেসচার ফিচার সহ আসবে, যা অঙ্গভঙ্গির মাধ্যমে ফোনের বিভিন্ন কাজ করতে দেবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট ব্যবহার করা হবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক রিয়েলমি ইউআই 5 অপারেটিং সিস্টেমে চলবে।

Realme Narzo 70 Pro 5G এর সামনে দেখা যাবে 120 হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে। আর ক্যামেরার কথা বললে, OIS সমর্থিত 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে যা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme Narzo 70 Pro 5G এর সম্ভাব্য দাম

Realme Narzo 70 Pro 5G এর মূল্য ভারতে 30,000 টাকার কম রাখা হবে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story