ফোন নিলে ইয়ারফোন ফ্রি, দোলের আগে জম্পেশ অফার নিয়ে হাজির হল Realme
রিয়েলমি আগামী সপ্তাহে ভারতে তাদের বহু আলোচিত, Realme Narzo 70 Pro 5G লঞ্চ করতে চলেছে৷ ব্র্যান্ডটি স্মার্টফোনটির...রিয়েলমি আগামী সপ্তাহে ভারতে তাদের বহু আলোচিত, Realme Narzo 70 Pro 5G লঞ্চ করতে চলেছে৷ ব্র্যান্ডটি স্মার্টফোনটির সম্পর্কে একাধিক স্পেসিফিকেশনও প্রকাশ করছে। অফিসিয়াল লঞ্চের আগে, এবার Realme Narzo 70 Pro 5G কিনতে আগ্রহী গ্রাহকদের জন্য আর্লি বার্ড সেল এবং অফার প্রকাশ্যে এনেছে।
Realme Narzo 70 Pro 5G-এর আর্লি বার্ড সেল ডিটেইলস
রিয়েলমি নাৰ্জো ৭০ প্রো ৫জি ফোনটি আগামী ১৯ মার্চ, সন্ধ্যা ৬টায় একটি আর্লি বার্ড শেলের অংশ হিসাবে উপলব্ধ হবে। অর্থাৎ, লঞ্চের ছয় ঘন্টা পরেই। কোম্পানি স্মার্টফোনটির সাথে ২,২৯৯ টাকা মূল্যের রিয়েলমি বাডস টি৩০০ ওয়্যারলেস ইয়ারফোন অফার করবে। তবে, এটি যতক্ষণ স্টক থাকে ততক্ষণ পর্যন্তই দেওয়া হবে। যে ক্রেতারা তাদের পুরানো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করবেন, তারা অতিরিক্ত ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়ের জন্য যোগ্য হবেন৷ ৬ মাসের নো-কস্ট ইএমআই অপশনও মিলবে।
জানিয়ে রাখি, রিয়েলমি নাৰ্জো ৭০ প্রো ৫জি-তে ডুয়াল-টোন ব্যাক প্যানেল থাকবে, যার ওপরের অংশে গ্লসি ফিনিশ রয়েছে এবং বাকি প্যানেলে ম্যাট টেক্সচার দেখা যাবে। স্মার্টফোনটি ১০টি সৃজনশীল এয়ার জেসচার এবং রেইন ওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে। এটিকে ৬৫ শতাংশ কম ব্লোটওয়্যার সহ পাঠানো হবে বলেও জানিয়েছে রিয়েলমি। ব্র্যান্ড দাবি করেছে যে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সহ সেগমেন্টের সবচেয়ে বড় সেন্সর রয়েছে। প্রসঙ্গত, রিয়েলমি নাৰ্জো ৭০ প্রো ৫জি-এর দাম ৩০,০০০ টাকার মধ্যে থাকবে।
এছাড়া, Realme Narzo 70 Pro 5G-তে ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৯ মার্চের লঞ্চ ইভেন্টে Narzo 70 Pro-এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সকল বিবরণ প্রকাশ করা হবে।