লঞ্চে 4299 টাকা ছাড়, সাথে ইয়ারবাড ফ্রি! দীর্ঘ চর্চিত ফোন দিয়ে বাজার কাঁপাতে চাইছে Realme

চাইনিজ টেক ব্র্যান্ড Realme, কম দামে একের পর এক দুর্দান্ত ফিচারের স্মার্টফোন লঞ্চ করে ভারতের বাজারে একটা বড় জায়গা তৈরি করেছে। এদের Narzo সিরিজটি সাম্প্রতিক…

চাইনিজ টেক ব্র্যান্ড Realme, কম দামে একের পর এক দুর্দান্ত ফিচারের স্মার্টফোন লঞ্চ করে ভারতের বাজারে একটা বড় জায়গা তৈরি করেছে। এদের Narzo সিরিজটি সাম্প্রতিক বছরগুলিতে অধিকাংশ বাজেট স্মার্টফোন ক্রেতার পছন্দের তালিকায় থাকছে। সেক্ষেত্রে এইসব ক্রেতাদের আকৃষ্ট করতে এবং জনপ্রিয়তা-ব্যবসায়িক লাভ বাড়াতে সংস্থাটি এবার Realme Narzo 70 Pro 5G মডেল আনতে চলেছে যার ডিজাইন, ফিচার, ক্যামেরা – সব কিছুই সেগমেন্টকে কাঁপিয়ে দেবে। ইতিমধ্যেই এই ফোনটিকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে, কেননা এটি বাজেট সেগমেন্টের প্রথম ফোন যাতে গ্লাস ব্যাক প্যানেল এবং Sony IMX890 ক্যামেরা সেন্সর দেওয়া হবে; এছাড়া কোম্পানি দাবি করেছে যে, আসন্ন স্মার্টফোনটি আঙুলের টাচ ছাড়াই চলবে। এদিকে সুদীর্ঘ জল্পনার পর Realme Narzo 70 Pro 5G-এর অফিসিয়াল লঞ্চের তারিখ নিশ্চিত হয়েছে, আর লঞ্চের আগেই এই ফোনটির ‘আর্লি বার্ড সেল’ (Early Bird Sale)-এর বা আগেভাগে বিক্রির কথা ঘোষণা করেছে Realme।

আগামী সপ্তাহে বাজারে আসছে Realme Narzo 70 Pro 5G

১৯শে মার্চ অর্থাৎ পরের সপ্তাহে ভারতীয় বাজারে নতুন রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি ফোনটি লঞ্চ হবে। তবে আপনি চাইলে তার আগেই অ্যামাজন এক্সক্লুসিভ (Amazon Exclusive), অ্যামাজন এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনে ‘আর্লি বার্ড সেল’-এর সুবিধা নিতে সক্ষম হবেন। এক্ষেত্রে আনুষ্ঠানিক মুক্তির আগে কেনার পাশাপাশি বাম্পার ডিসকাউন্ট এবং ফ্রি ইয়ারবাডের মতো বেনিফিট মিলবে।

Realme Narzo 70 Pro 5G: ফোন কিনলে বাম্পার ছাড়, সাথে ইয়ারবাড ফ্রি

নামে ‘আর্লি’ হলেও রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জির প্রারম্ভিক অফারগুলি ১৯শে মার্চেই কাজে লাগানো যাবে, তবে সকালে! এক্ষেত্রে ‘আর্লি বার্ড সেল’-এ সকাল ৬টা থেকে যারা এই ফোনটি কিনবেন তারা দামের ওপর ৪,২৯৯ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, এতে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই স্কিম কাজে লাগানো যাবে। বিনামূল্যে মিলবে ২,২৯৯ টাকা মূল্যের নতুন Realme Buds T300 (সবুজ রঙের) আনুষাঙ্গিকটিও।

উল্লেখ্য, এই স্মার্টফোনটি রিয়েলমি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে – ৮ জিবি ও ১২৮ জিবি এবং ৮ জিবি ও ২৫৬ জিবি।

Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি স্মার্টফোনটিতে সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। সাথে থাকবে ডুয়াল টোন ডিজাইন ও গ্লাস ব্যাক। অন্যদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হতে পারে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, যার সাথে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। এটি সেগমেন্টের প্রথম ফোন হবে, যা সনি আইএমএক্স৮৯০ সেন্সরের সাথে আসবে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল এর এয়ার জেস্টচার (Air Gesture) ফিচার – কোম্পানির প্রচার অনুযায়ী, ফোনটির স্ক্রিন স্পর্শ না করেই কল রিসিভ, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ইত্যাদি নানা কাজ করা যাবে কেবল হাতের ইশারায়।