20,000 টাকার মধ্যে দুই সেরা ফোন, ক্যামেরা, প্রসেসর, ও ডিসপ্লেতে কে এগিয়ে দেখে নিন
রিয়েলমি গতকালই (19 মার্চ) ভারতীয় বাজারে তাদের Narzo সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Realme Narzo 70 Pro 5G লঞ্চ...রিয়েলমি গতকালই (19 মার্চ) ভারতীয় বাজারে তাদের Narzo সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Realme Narzo 70 Pro 5G লঞ্চ করেছে। মিড-রেঞ্জের এই 5G ফোনটির অন্যতম হাইলাইট হল এয়ার জেসচার, যা ইউজারদের দশটিরও বেশি জেসচার সহ ফিজিক্যাল কনট্যাক্ট ছাড়াই ফোন পরিচালনা করতে দেয়। স্মার্টফোনটি গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড-এর মতো দুটি আকষর্ণীয় কালার অপশনে এসেছে। তাছাড়া, Narzo 70 Pro 5G-এর অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচারটিও সাপোর্ট করে, যার সাহায্যে ভিজে হাতে অপারেট করলে বা স্ক্রিনের ওপর জল পড়ে থাকা অবস্থাতেও নির্ভুল টাচ রেসপন্স পাওয়া যায়।
অন্যদিকে, গত সপ্তাহে ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ড আইকো ভারতে মিড-রেঞ্জে iQOO Z9 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি iQOO Z7 5G-এর উত্তরসূরি হিসেবে এসেছে, যা কিছু উল্লেখযোগ্য আপগ্রেড অফার করে। iQOO Z9 5G স্মার্টফোনটি ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু কালার অপশনে উপলব্ধ। প্রায় সমমূল্যের Realme Narzo 70 Pro 5G এবং iQOO Z9 5G স্মার্টফোনের মধ্যে কোনটি বেশি লাভদায়ক, আসুন তুলনা করে দেখা যাক।
Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন:
রিয়েলমি নার্জো 70 প্রো 5জি-তে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। স্মার্টফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি র্যামের সাথে যুক্ত, যা মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে।
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নার্জো 70 প্রো 5জি-তে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme Narzo 70 Pro 5G-এ 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য, স্মার্টফোনটিতে একটি ইন-ডিসপ্লে সেন্সর রয়েছে এবং এটি জল ও ধুলো প্রতিরোধী IP54 রেটিং সহ এসেছে। ডিজাইনের ক্ষেত্রে, Horizon Glass-এর উপস্থিতি ফোনের নান্দনিকতা বৃদ্ধি করে।
iQOO Z9 5G-এর স্পেসিফিকেশন
iQOO Z9-এ 6.67 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে৷ স্মার্টফোনটি MediaTek Dimensity 7200 প্রসেসর এবং ARM Mali-G610 জিপিইউ দ্বারা চালিত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, iQOO Z9-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।
নিরাপত্তার জন্য, এতেও একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য ডিভাইসটি IP54 রেটিং অফার করে। iQOO Z9 ডুয়েল-স্টিরিও স্পিকার এবং হাই-রেস অডিও সার্টিফিকেশনের সাথে এসেছে, যা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স উন্নত করে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z9-এ শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দামের দিক থেকে তুলনা করলে, Realme Narzo 70 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। অন্যদিকে, iQOO Z9 5G-এর দামও Narzo 70 Pro 5G-এর মতোই। এটিও দুটি কনফিগারেশনের সাথে বাজারে এসেছে - 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি। বেস মডেলটি পাওয়া যাচ্ছে 19,999 টাকায়, আর উচ্চতর মডেলটি কেনা যাবে 21,999 টাকায়।