টাচ ছাড়াই শুধু হাতের ইশারায় চলবে ফোন! হতভম্ভ করে দেবে Realme Narzo 70 Pro

এবার বাজেট ফোনেও মিলবে ফ্ল্যাগশিপ ফিচার! রিয়েলমি এটি সম্ভব করতে চলেছে তাদের Narzo সিরিজের পরবর্তী মডেলের মাধ্যমে।...
Ananya Sarkar 2 March 2024 12:09 PM IST

এবার বাজেট ফোনেও মিলবে ফ্ল্যাগশিপ ফিচার! রিয়েলমি এটি সম্ভব করতে চলেছে তাদের Narzo সিরিজের পরবর্তী মডেলের মাধ্যমে। ব্র্যান্ডটি চলতি মাসের শেষের দিকে ভারতে Realme Narzo 70 Pro 5G লঞ্চ করতে চলেছে৷ রিয়েলমি বর্তমানে আসন্ন ফোনটির নানা ডিটেইলস সামনে আনতে শুরু করেছে। আর এখন, কোম্পানি নিশ্চিত করেছে যে Realme Narzo 70 Pro 5G-তে একটি অভিনব বৈশিষ্ট্য থাকবে, যা এখনও পর্যন্ত শুধুমাত্র কিছু প্রিমিয়াম ফ্ল্যাগশিপেই দেখা গেছে। দাবি করা হচ্ছে, নতুন Narzo সিরিজের হ্যান্ডসেটটি ক্রিয়েটিভ এয়ার জেসচার সাপোর্ট সহ আসবে, যা ব্যবহারকারীদের স্ক্রিনে স্পর্শ না করে নির্দিষ্ট ফাংশন নিয়ন্ত্রণ করতে দেবে।

Realme Narzo 70 Pro 5G-তে মিলবে ক্রিয়েটিভ এয়ার জেসচার

রিয়েলমির তরফে নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি নাৰ্জো ৭০ প্রো ৫জি এয়ার জেসচার সাপোর্ট করবে। এর অর্থ হল ব্যবহারকারীরা স্ক্রিনের সাথে ইন্টারঅ্যাক্ট না করেই নির্দিষ্ট কিছু ফিচার নেভিগেট করতে সক্ষম হবে। এটি দশটিরও বেশি জেসচার অপশন সাপোর্ট করবে। অ্যামাজন (Amazon)-এ স্মার্টফোনের মাইক্রোসাইটটি এই ফিচারটি কীভাবে কাজ করে, তার একটি আভাস দিয়েছে। ইউজাররা টাচ না করেই একাধিক অ্যাপের মধ্যে সোয়াইপ করতে, কোনও অ্যাপ খুলতে এবং স্ক্রিনশট নিতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, স্মার্টফোনের এয়ার জেসচার ফিচারটি এমন পরিস্থিতিতে সহায়ক, যেখানে স্মার্টফোনের ডিসপ্লেটি টাচ করা সম্ভব হয় না। রিয়েলমি আশ্বস্ত করেছে যে, এয়ার জেসচার থার্ড পার্টি অ্যাপগুলির সাথেও কাজ করবে। এই বৈশিষ্ট্য ফোনের সাথে শারীরিক যোগাযোগের প্রয়োজনীয়তা দূর করবে।

এছাড়াও জানা গেছে যে, নতুন Realme Narzo 70 Pro 5G ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ১/১.৫৬ ইঞ্চির Sony IMX890 সেন্সর থাকবে। আগের একটি টিজার নিশ্চিত করেছে যে, ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ও পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। Realme Narzo 70 Pro 5G কম ব্লোটওয়্যার সহ পাঠানো হবে ও এতে ৬৫ শতাংশ কম প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশন থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।

Show Full Article
Next Story