Realme Narzo 70x ভারতে আসছে 24 এপ্রিল, লঞ্চের আগেই দাম ও ফিচার্স প্রকাশ করল কোম্পানি

রিয়েলমি ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Realme Narzo 70 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে৷ কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে নতুন Narzo 70 সিরিজের ফোন…

রিয়েলমি ভারতে তাদের পরবর্তী প্রজন্মের Realme Narzo 70 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে৷ কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে নতুন Narzo 70 সিরিজের ফোন শীঘ্রই আসছে বাজারে, যা ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স এবং ফাস্ট চার্জিং অফার করবে। আর এখন অবশেষে কোম্পানির তরফে Realme Narzo 70x লঞ্চের তারিখটি ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহেই এদেশে আত্মপ্রকাশ করবে ফোনটি।

ঘোষিত হল Realme Narzo 70x-এর লঞ্চের তারিখ

চীনা ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, রিয়েলমি নার্জো 70এক্স ফোনটিকে এদেশে আগামী 24 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ করা হবে। রিয়েলমি দ্বারা প্রকাশিত লেটেস্ট টিজারে, আসন্ন ডিভাইসের কয়েকটি স্পেসিফিকেশন এবং ফিচার্স প্রকাশ করা হয়েছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এটি 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, নার্জো 70এক্স-এর দামের রেঞ্জও প্রকাশ করা হয়েছে। এই মডেলটি ভারতে 12,000 টাকারও কমে পাওয়া যাবে।

এছাড়াও রিয়েলমি জানিয়েছে, বড় 5,000 এমএএইচ ব্যাটারি রিয়েলমি নার্জো 70এক্স-কে শক্তি জোগাবে। ফোনের সামনে মসৃণ 120 হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ব্র্যান্ডটি এই ফোনে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং অফার করবে। টিজারে শেয়ার করা ছবিটি প্রকাশ করেছে যে, ডিজাইনের দিক থেকে রিয়েলমি নার্জো 70এক্স অনেকটা রিয়েলমি পি1-এর মতো হবে।

জানিয়ে রাখি, Realme P1-এ বড় 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই মডেলে MediaTek Dimensity 7050 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা 8 জিবি পর্যন্ত র‍্যামের সাথে যুক্ত। আর ফোনটির পিছনে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়। নতুন Realme Narzo 70x ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এর সাইটে বিক্রি হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন