Realme Narzo 70 ও Narzo 70X 5G দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, এত কম দাম ভাবতে পারবেন না
রিয়েলমি (Realme) অবশেষে আজ ভারতে তাদের বাজেট-ফ্রেন্ডলি Narzo লাইনআপের অধীনে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি...রিয়েলমি (Realme) অবশেষে আজ ভারতে তাদের বাজেট-ফ্রেন্ডলি Narzo লাইনআপের অধীনে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি হল - Realme Narzo 70x 5G এবং Narzo 70 5G। উভয় ডিভাইসই মসৃণ কর্মক্ষমতা, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং আকর্ষণীয় ডিজাইন সহ এসেছে। আসুন এই দুই হ্যান্ডসেটের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme Narzo 70x 5G এবং Realme Narzo 70 5G-এর মূল্য এবং লভ্যতা
রিয়েলমি নার্জো 70এক্স 5জি এবং নার্জো 70 5জি - উভয় ফোনই মিস্টি ফরেস্ট গ্রিন এবং স্নো মাউন্টেন ব্লু কালারে উপলব্ধ। নার্জো 70এক্স 5জি-এর বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা, তবে 1,000 টাকার কুপনের সাথে, 24 এপ্রিল সন্ধ্যা 6 টা থেকে 8 টা পর্যন্ত আর্লি বার্ড সেলের সময় এটি মাত্র 10,999 টাকায় কেনা যাবে। এছাড়া, উচ্চতর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির অফিসিয়াল মূল্য 13,499 টাকা, তবে আর্লি বার্ড সেলে 1,500 টাকার কুপনের সাথে এর দাম 11,999-এ নেমে আসবে৷ এই রিয়েলমি ফোনের ফ্ল্যাশ সেল আগামী 29 এপ্রিল দুপুর 12 টা থেকে 2 টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রিয়েলমি নার্জো 70 5জি-এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম রাখা 15,999 টাকা। আর 1,000 টাকা ডিসকাউন্ট অফার এবং 6 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন সহ এর বিক্রয় মূল্য হবে মাত্র 14,999 টাকায় ৷ এই ভ্যারিয়েন্টটির আর্লি বার্ড সেল 25 এপ্রিল দুপুর 12 টা থেকে 2 টা পর্যন্ত হবে বলে জানানো হয়েছে। এদিকে, রিয়েলমি নার্জো 70 5জি-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 16,999 টাকা এবং এর অফার মূল্য 15,999 টাকা। ফোনটির ফ্ল্যাশ সেল আগামী 29 এপ্রিল দুপুর 12 টা থেকে 2 টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়েছে। ফোনগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন (Amazon India)-এ কিনতে পাওয়া যাবে।
Realme Narzo 70x 5G-এর স্পেসিফিকেশন
রিয়েলমি নার্জো 70এক্স 5জি-তে 2,400 x 1,080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120 হার্টজ উচ্চ রিফ্রেশ রেট, 91.40% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 1,500:1 কনট্রাস্ট রেশিও অফার করে। এই ডিসপ্লেতে হাই ব্রাইটনেস মোড (HBM)-এ 950 নিট এবং সাধারণত 800 নিটের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও, ডিসপ্লেটি 240 হার্টজ পর্যন্ত একটি টাচ স্যাম্পল রেট সাপোর্ট করে।
পারফরম্যান্সের জন্য, ডিভাইসটিতে MediaTek Dimensity 6100+ 5G চিপসেটটি রয়েছে, যা 6 ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এতে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা 2.2 গিগাহার্টজ গতিতে চলে। এর গ্রাফিক্স Mali-G57 GPU দ্বারা পরিচালিত হয়। মেমরি এবং স্টোরেজের ক্ষেত্রে, Narzo 70x 5G অতিরিক্ত 6 জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ 4 জিবি এবং 6 জিবি র্যাম অফার করে। এতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত বাহ্যিক স্টোরেজ সাপোর্ট সহ 128 জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির জন্য, Realme Narzo 70x 5G-তে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের এআই (AI) প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের মনো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার বিদ্যমান। ফোনটি নাইট মোড, পোর্ট্রেট ও টাইম-ল্যাপস সহ বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিও ফাংশন সাপোর্ট করে, যা বিভিন্ন ফটোগ্রাফির চাহিদা পূরণ করে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme Narzo 70x 5G শক্তিশালী 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে, যা 45 ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। সংযোগের জন্য, Narzo 70x 5G-তে ডুয়েল 5G স্ট্যান্ডবাই সাপোর্ট করে এবং বিভিন্ন নেটওয়ার্কের সাথে কম্প্যাটিবিলিটি নিশ্চিত করতে এতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, এই রিয়েলমি ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3 এবং একাধিক নেভিগেশন সিস্টেম বিদ্যমান।
Realme Narzo 70 5G-এর স্পেসিফিকেশন
স্ট্যান্ডার্ড Narzo 70 5G মডেলটি 70x-এর থেকে সামান্য বেশি প্রিমিয়াম, যা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 92.65%। এটি 2,400×1,080 পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং 5,000,000:1 কনট্রাস্ট রেশিও অফার করে৷ এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার প্রদর্শন করতে পারে এবং পি3 কালার গ্যামটের 100% কভার করে। স্ক্রিনটির রিফ্রেশ রেট 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ পর্যন্ত। Narzo 70 5G-এর ডিসপ্লেটি 0.68 মিলিমিটারের সেকেন্ডারি টেম্পারড হাই-স্ট্রেন্থ গ্লাস দ্বারা সুরক্ষিত। এটি সর্বোচ্চ 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে এবং ভেজা হাতেও টাচ ইনপুট সঠিকভাবে পরিচালনা করতে পারে।
Realme Narzo 70 5G-এ MediaTek Dimensity 7050 5G চিপসেটটি রয়েছে, যা আল্ট্রা-লো পাওয়ার খরচের জন্য তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর 6 ন্যানোমিটার অ্যাডভান্সড প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরটি হল একটি অক্টা-কোর 64-বিট সেটআপ, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 2.6 গিগাহার্টজ। Narzo 70 5G-তে 6 জিবি/8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ সাপোর্ট মিলবে। এছাড়া, ডিভাইসটিতে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট পাওয়া যাবে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্ষমতা 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে ।
ফটোগ্রাফির জন্য, Realme Narzo 70 5G-এর পিছনে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে এফ/1.8 অ্যাপারচার, 77 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও 5পি লেন্স সহ 50 মেগাপিক্সেলের Samsung S5KJN1 প্রাইমারি সেন্সর বিদ্যমান। আর এর সাথে 1/5 ইঞ্চির সেন্সর সাইজ, এফ/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে। ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা 1/3 ইঞ্চির সেন্সর সাইজ, 24 মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ, এফ/2.45 অ্যাপারচার এবং 82.6 ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo 70 5G বড় 5,000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা 5V1.2A-এর পাওয়ার আউটপুট সহ 45 ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ক্ষমতা সাপোর্ট করে। হ্যান্ডসেটটি IP54 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে এবং এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, উভয় ফোনেই একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে এবং এগুলি রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে চলে, যা অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে তৈরি। Realme Narzo 70x 5G এবং Realme Narzo 70 5G তিন বছরের সফ্টওয়্যার আপডেট এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ব্র্যান্ড।