11500 টাকার মধ্যে 5G ফোন, দুর্দান্ত ফিচারের Realme Narzo 70X 5G অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে

Realme Celebration Sale -এ রিয়েলমি নারজো 70X 5G এর 6GB RAM ভ্যারিয়েন্ট সরাসরি 500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ফোনটি 1500 টাকা কুপন ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।

Suman Patra 3 Dec 2024 11:49 PM IST

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ নতুন ফোন কিনতে চান তাহলে রিয়েলমির একটি ডিভাইস বেছে নিতে পারেন। এই হ্যান্ডসেটের নাম Realme Narzo 70X 5G। কোম্পানির দাবি এটি 36 মাস পর্যন্ত বিনা হ্যাংয়ের সমস্যা ছাড়া ব্যবহার করা যাবে। আর অ্যামাজনে চলমান রিয়েলমি ব্র্যান্ডের টপ-রেটেড সেলিব্রেশন সেলে ফোনটি 2000 টাকা ছাড় বিক্রি হচ্ছে। যারপর এই 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা স্মার্টফোন 11,499 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 12,000 টাকার কম দামে দুর্দান্ত ফিচার সহ একটি 5G ফোন কেনা যাবে।

Realme Narzo 70X 5G এর সাথে সেরা ডিল অ্যামাজন রিয়েলমি সেলিব্রেশন সেলে

রিয়েলমি সেলিব্রেশন সেলে রিয়েলমি নারজো 70X 5G এর 6GB RAM ভ্যারিয়েন্ট সরাসরি 500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ফোনটি 1500 টাকা কুপন ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এর পরে আপনি ডিভাইসটি 11,499 টাকায় কিনতে পারবেন। হ্যান্ডসেটটি 13,499 টাকায় লঞ্চ হয়েছিল।

রিয়েলমি নারজো 70X 5G দুটি কালারে পাওয়া যাবে - আইস ব্লু এবং ফরেস্ট গ্রিন। সেলে বব কার্ড দিয়ে পেমেন্ট করলে 750 টাকা ছাড় পাওয়া যাবে। একই সঙ্গে পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 11 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।

রিয়েলমি নারজো 70x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো 70x 5G ডিভাইসে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এটি IP54 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলাবালি প্রতিরোধ করবে। এই ফোনে 6.72-ইঞ্চি 120Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি মিনি ক্যাপসুল 2.0 অফার করে, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা সম্পর্কে বললে, এই ফোনের পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP মনো ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। সামনে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারির কথা বললে, এই ডিভাইসে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15.9 ঘন্টা ইউটিউব ভিডিও দেখতে দেবে। হ্যান্ডসেটটি 45W সুপারভুক চার্জিং সাপোর্ট সহ এসেছে।

Show Full Article
Next Story