Realme Narzo 80 Ultra হোয়াইট গোল্ড কালারে ভারত মাতাবে, 8 জিবি র‌্যাম সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে

নারজো 80 আল্ট্রা ফোনের মডেল নম্বর RMX5033। এটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির প্রথম "নারজো আল্ট্রা" মডেল হিসাবে 2025 সালের জানুয়ারির শেষের দিকে স্মার্টফোনটি দেশে লঞ্চ হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Suman Patra 18 Dec 2024 3:39 PM IST

Realme Narzo 70 Ultra আগামী বছরের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। নয়া একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন ফোনটি নারজো সিরিজের স্মার্টফোনের প্রথম আল্ট্রা-ব্র্যান্ডেড মডেল হবে। এই রিপোর্টে নারজো 80 আল্ট্রা মডেলের লঞ্চ টাইমলাইন সহ স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে জানানো হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যাবে। আসুন নারজো 80 আল্ট্রা সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

Realme Narzo 80 Ultra ভারতে এই সময় লঞ্চ হবে

91মোবাইলস এর রিপোর্ট অনুযায়ী, নারজো 80 আল্ট্রা ফোনের মডেল নম্বর RMX5033। এটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির প্রথম "নারজো আল্ট্রা" মডেল হিসাবে 2025 সালের জানুয়ারির শেষের দিকে স্মার্টফোনটি দেশে লঞ্চ হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এর পাশাপাশি জানানো হয়েছে যে হ্যান্ডসেটটি " হোয়াইট গোল্ড" সহ বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ফোনটি 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। তবে এটি আরও কয়েকটি র‌্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।

রিয়েলমি নারজো 80 আল্ট্রা স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং অন্যান্য হার্ডওয়্যার স্পেসিফিকেশন এখনও অজানা। তবে আশা করা যায় শীঘ্রই একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর ফিচার উঠে আসবে।

উল্লেখ্য, Narzo 80 Ultra ছাড়াও আরেকটি আল্ট্রা ব্র্যান্ডেড ফোন Realme P3 Ultra ভারতে আসতে চলেছে। এটি 12 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি পারফরম্যান্স ফোকাসড স্মার্টফোন হবে বলে জানা গেছে। এতে থাকবে শক্তিশালী ব্যাটারি সহ পাওয়ারফুল প্রসেসর।

Show Full Article
Next Story