রিয়েলমি শীঘ্রই Realme Narzo N53 ভারতে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, এই নতুন N-সিরিজের ফোনটি চলতি মাসেই বাজারে আসবে, কিন্তু এর বেশি কিছু জানা যায়নি। তবে এবার রিয়েলমি একটি নতুন স্মার্টফোনের লঞ্চকে টিজ করেছে এবং টিজারে যাকে “এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম রিয়েলমি স্মার্টফোন” বলে অভিহিত করা হয়েছে। যদিও, কোম্পানি আসন্ন ফোনের নাম নিশ্চিত করেনি, তবে এমন ইঙ্গিত রয়েছে যা নির্দেশ করে যে এটি আসন্ন Realme Narzo N53-ই হবে। রিয়েলমি জানিয়েছে যে, তাদের ব্র্যান্ডের পাঁচ বছরের পূর্তি উপলক্ষে ফোনটি গ্রাহকদের জন্য একটি চমক হিসাবে উপস্থাপিত হবে। এছাড়াও, অ্যামাজনে একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে। এদিকে গত সপ্তাহে, কোম্পানি তাদের পঞ্চম বার্ষিকী উপলক্ষে, Realme C55-এর নতুন Rainforest কালার ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে।
Realme Narzo N53 শীঘ্রই আসছে ভারতীয় বাজারে
রিয়েলমি ইন্ডিয়া তাদের টুইটার পেজ থেকে একটি টিজার শেয়ার করেছে, যা একটি আসন্ন স্মার্টফোনের আগমন সম্পর্কে জানিয়েছে এবং দাবি করেছে যে এটি এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম রিয়েলমি হ্যান্ডসেট হবে। টিজারে সোনালি ফ্রেমের সঙ্গে একটি ফোনকে দেখা যাচ্ছে। যদিও টিজারে এর বেশি কিছু প্রকাশ করা হয়নি। তবে, অ্যামাজনে সাইটে উপলব্ধ এর মাইক্রোসাইট থেকে কিছু তথ্য সামনে এসেছে৷
অ্যামাজননের পেজে ফোনটিকে কালো রঙের ভ্যারিয়েন্টে দেখা গেছে। টিজারের সাথে সংযুক্ত প্রচারমূলক বার্তাটি নিশ্চিত করেছে যে রিয়েলমির পাঁচ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য এটি একটি সারপ্রাইজ হতে চলেছে। প্রোমোশনাল ছবিটির ইউআরএল (URL) থেকে বোঝা যায় যে, টিজারটি রিয়েলমি নার্জো এন৫৩ স্মার্টফোনের জন্য।
এদিকে, সম্প্রতি টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে, আসন্ন রিয়েলমি হ্যান্ডসেটটি, যা এখন রিয়েলমি নার্জো এন৫৩ হিসাবে পরিচিত, সেটি একটি পেন্সিলের মতো পাতলা ফর্ম ফ্যাক্টরের সাথে আসবে। আবার পূর্ববর্তী একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে, নার্জো এন৫৩ মে মাসে ভারতে লঞ্চ হবে। এটি সম্ভবত ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড কালার অপশনগুলিতে পাওয়া যাবে, যা এখনও পর্যন্ত টিজারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – এই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গেছে এবং এর দাম প্রায় ১৩,০০০ টাকা রাখা হতে পারে।
প্রসঙ্গত, গত এপ্রিলে লঞ্চ হওয়া Realme Narzo N55-এর পরে Narzo N53 হবে ভারতে লঞ্চ হওয়া দ্বিতীয় Narzo N-সিরিজের স্মার্টফোন। Narzo N55 প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু কালার অপশনগুলিতে এসেছে। এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১২,৯৯৯ টাকায় পাওয়া যায়।
উল্লেখ্য, কোম্পানি Realme C53 নামে আরেকটি স্মার্টফোনের ওপরও কাজ করছে বলে জানা গেছে, যেটির টিজার সম্প্রতি ফাঁস হয়েছে। ফোনটি থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে।