Realme-র সবচেয়ে পাতলা ফোন Narzo N55 ভারতে লঞ্চ হল, দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে

Realme আজ অর্থাৎ ১৮ই মে ভারতের বাজারে তাদের অন্যতম জনপ্রিয় Narzo-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল, যার নাম...
SUPARNA 18 May 2023 2:49 PM IST

Realme আজ অর্থাৎ ১৮ই মে ভারতের বাজারে তাদের অন্যতম জনপ্রিয় Narzo-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল, যার নাম Realme Narzo N53। এই নয়া হ্যান্ডসেটের বিশেষত্ব হল, এটি গোল্ড ফিলামেন্ট কোটিং সহ এসেছে, যা সংস্থার ভাষায় ক্যালিফোর্নিয়া সানশাইন ডিজাইন হিসাবে পরিচিত। এছাড়া Realme Narzo N53 ফোনে রয়েছে FHD+ ডিসপ্লে প্যানেল, ইউনিসক টি৬১২ প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি। চলুন নতুন Realme Narzo N53 -এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

রিয়েলমি নারজো এন৫৩ এর দাম (Realme Narzo N53 Price in India)

ভারতীয় বাজারে রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ১০,০০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটিকে - ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

লভ্যতার কথা বললে, রিয়েলমি ব্র্যান্ডিংয়ের এই নয়া হ্যান্ডসেটকে আগামী ২৪শে মে থেকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং সংস্থার (Realme.in) অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Realme Narzo N53 -এর স্পেসিফিকেশন ও বিশেষত্ব

রিয়েলমি তাদের নতুন নারজো এন৫৩ স্মার্টফোনকে অনন্য রিয়ার গোল্ড ফিলামেন্ট কোটিং সহ নিয়ে এসেছে, যার নাম ক্যালিফোর্নিয়া সানশাইন। এই ব্যাক প্যানেলের উপর আলো পড়লে তা জ্বলজ্বল করে উঠবে। আর ডিভাইসটি খুবই পাতলা অর্থাৎ মাত্র ৭.৪৯ মিমি পুরু। সর্বোপরি স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন iPhone 14 Pro Max -এর সাথে সাদৃশ্যপূর্ণ।

Realme Narzo N53 স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর। ডিভাইসটি ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩৪ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। এদিকে, ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান। কানেক্টিভিটির বিকল্প হিসাবে এই হ্যান্ডসেটে - ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত। এছাড়া ইউজারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রিয়েলমির এই নয়া স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story