এই Realme ফোন কেনার জন্য হুড়োহুড়ি, 10 হাজার টাকার কমে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন এখন এটি

ভারতে বাজেটে ফোনের চাহিদা বরাবরই বেশি। এই কারণে কিছু দিন আগে লঞ্চ হওয়া Realme Narzo N53 ডিভাইসটি কেনার জন্য ভারতীয়রা...
techgup 7 Sept 2023 3:03 PM IST

ভারতে বাজেটে ফোনের চাহিদা বরাবরই বেশি। এই কারণে কিছু দিন আগে লঞ্চ হওয়া Realme Narzo N53 ডিভাইসটি কেনার জন্য ভারতীয়রা ঝাঁপিয়ে পড়েছে। রিয়েলমি ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে যে, এই মুহূর্তে ১০ হাজার টাকারও কম দামে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের মধ্যে Realme Narzo N53 অন্যতম। তাই আপনি যদি কোনো সস্তা ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই হ্যান্ডসেটটি নিতে পারেন। Realme Narzo N53 স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত।

Realme Narzo N53 এর প্রারম্ভিক মূল্য ৮,৯৯৯ টাকা

রিয়েলমি একটি টুইটে সম্প্রতি ঘোষণা করেছে যে, নারজো এন৫৩ বর্তমানে ১০,০০০ টাকার কম দামের সেগমেন্টে দেশের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনে পরিণত হয়েছে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১০,৯৯৯ টাকা।

Realme Narzo N53 এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme Narzo N53 ফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এসসিডি প্যানেল, যা এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে ৪৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story