Realme Narzo N53: মাত্র 8249 টাকায় দুর্দান্ত ফোন, ক্রেতাদের জন্য রিয়েলমির বিশেষ অফার

রিয়েলমি (Realme) চলতি সপ্তাহে ভারতে সাশ্রয়ী মূল্যের Narzo N53 লঞ্চ করেছে৷ এই নয়া স্মার্টফোন এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর...
Ananya Sarkar 21 May 2023 2:02 PM IST

রিয়েলমি (Realme) চলতি সপ্তাহে ভারতে সাশ্রয়ী মূল্যের Narzo N53 লঞ্চ করেছে৷ এই নয়া স্মার্টফোন এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। কোম্পানি এখন ঘোষণা করেছে যে, আগামী সপ্তাহে বাজেট রেঞ্জের Narzo N53-এর জন্য স্পেশাল সেল আয়োজন করা হয়েছে। আসুন তাহলে এই বিশেষ সেলের অফার ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আগামী সপ্তাহেই শুরু হবে Realme Narzo N53-এর বিশেষ সেল

রিয়েলমি ঘোষণা করেছে যে, তারা আগামীকাল অর্থাৎ সোমবার নতুন নার্জো এন৫৩-এর জন্য নিজস্ব অনলাইন স্টোর ও অ্যামাজনে সেলের আয়োজন করেছে, যা দুপুর ২ টা থেকে ৪ টার মধ্যে অনুষ্ঠিত হবে। এই বিশেষ সময়ের মধ্যে সে সকল ক্রেতা স্মার্টফোনটি কিনছেন, তারা ৪ জিবি ভ্যারিয়েন্টে ৭৫০ টাকা এবং ৬ জিবি মডেলে ১,০০০ টাকা ছাড় পাবেন। প্রসঙ্গত, রিয়েলমি নার্জো এন৫৩ দুটি ভ্যারিয়েন্টে এসেছে - ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। ফেদার গোল্ড এবং ফেদার ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে এটি।

Realme Narzo N53-এর স্পেসিফিকেশন

রিয়েলমি নার্জো এন৫৩ বড় ৬.৭৪ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এটি একটি অক্টা-কোর ইউনিসক চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) ইউজার ইন্টারফেসে রান করে। Realme Narzo N53-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেকেন্ডারি সেন্সর দ্বারা গঠিত। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Narzo N53-এ ৩৩ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, স্মার্টফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০% চার্জ পূর্ণ করতে পারে। এছাড়া, Realme Narzo N53-এ ডুয়েল সিম সাপোর্ট করে। উল্লেখযোগ্যভাবে, এই হ্যান্ডসেটে আইফোনে থাকা ডায়নামিক আইল্যান্ডের মতো মিনি ক্যাপসুল ফিচারটি রয়েছে। মিনি ক্যাপসুল ফোনের চার্জ স্ট্যাটাস, লো ব্যাটারি অ্যালার্ট এবং ডেটা ইউসেজ-এর মতো তথ্যগুলি তুলে ধরে।

Show Full Article
Next Story