Realme Narzo N55: সস্তায় নয়া ফোন আনছে রিয়েলমি, এপ্রিলে লঞ্চের আগেই ফিচার লিক

রিয়েলমি (Realme) সম্প্রতি একাধিক নতুন ও আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বিশ্বের...
Ananya Sarkar 29 March 2023 11:33 AM IST

রিয়েলমি (Realme) সম্প্রতি একাধিক নতুন ও আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বিশ্বের দ্রুততম ২৪০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ Realme GT Neo 5 এবং আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো মিনি ক্যাপসুল সহ Realme C55। কিন্তু ব্র্যান্ডটি ইদানিং কোনও বাজেট ফোন লঞ্চ করেনি, বিশেষ করে তাদের সাশ্রয়ী মূল্যের Narzo সিরিজের অধীনে। তবে এখন শোনা যাচ্ছে, রিয়েলমি এখন সেই পথেই এগোচ্ছে। Realme বর্তভানে Narzo N55 নামের একটি নতুন মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা এপ্রিলে লঞ্চ হতে পারে। একটি সূত্র থেকে ফোনটির মেমরি এবং কালার অপশনগুলিও প্রকাশ করা হয়েছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme Narzo N55 আগামী মাসেই আসতে পারে ভারতীয় বাজারে

রিয়েলমি ভারতে একটি নতুন এন-সিরিজের স্মার্টফোন লঞ্চ করার ইঙ্গিত দিয়ে টিজার প্রকাশ করেছে। তাতে 'এন' ব্র্যান্ডিং নার্জো সিরিজের নতুন ফোনের দিকে নির্দেশ করে৷ ৯১মোবাইলসও দাবি করেছে, রিয়েলমি এপ্রিলের দ্বিতীয়ার্ধে ভারতীয় বাজারে নার্জো এন৫৫ ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তবে, রিয়েলমির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এসম্পর্কে কিছু জানানো হয়নি এবং এর সঠিক লঞ্চের তারিখটিও প্রকাশ্যে আসেনি।

যদিও ৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, রিয়েলমি নার্জো এন৫৫ প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু কালার অপশনগুলিতে কেনার জন্য উপলব্ধ হবে। ত্রেটি বিভিন্ন মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে বলেও জানা গেছে। এর এন্ট্রি-লেভেল সংস্করণটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে। আর ৪ জিবি র‍্যাম সহ আরেকটি ভ্যারিয়েন্টে ১২৮ জিবি স্টোরেজ থাকবে। মিড-রেঞ্জের সংস্করণে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি বা ১২৮ জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত থাকবে। আর হ্যান্ডসেটটির টপ-এন্ড ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

উল্লেখ্য, Realme Narzo N55-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে এটি যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদানকারী প্রসেসর এবং বড় ডিসপ্লে সহ একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। আশা করা যায়, অদূর ভবিষ্যতে এই রিয়েলমি ফোন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

Show Full Article
Next Story