Realme Narzo N61: মাত্র ৬,৯৯৯ টাকায় রিয়েলমির নতুন ফোন, এমন সুযোগ আর আসবে না
রিয়েলমি নার্জো এন৬১ হ্যান্ডসেটের বিক্রি শুরু হল অ্যামাজনে। ফোনটি ৭,০০০ টাকারও কম মূল্যে আকর্ষণীয় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে।
দীর্ঘ কয়েক সপ্তাহের অপেক্ষার পর, সাশ্রয়ী মূল্যের রিয়েলমি নার্জো এন৬১ অবশেষে গতকাল ভারতে লঞ্চ হয়েছে। আর আজ এটি অ্যামাজনের সাইটে ৭,০০০ টাকার কম দামে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। যদিও এখন ফোনটি ডিসকাউন্ট সহ একটি প্রাথমিক মূল্যে পাওয়া যাচ্ছে, তবে স্মার্টফোনটি এমনিতে ৭,৪৯৯ টাকায় বিক্রি হবে। আসুন রিয়েলমি নার্জো এন৬১ ফোনের সেল সর্ম্পকিত যাবতীয় তথ্যগুলি দেখে নেওয়া যাক।
রিয়েলমি নার্জো এন৬১ ফোনের সেল চালু হল
রিয়েলমি নার্জো এন৬১ অ্যামাজন ইন্ডিয়ায় ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পগুলির সাথে উপলব্ধ। এটি মার্বেল ব্ল্যাক এবং ভয়েজ ব্লু কালার অপশনগুলিতে পাওয়া যাবে। এটিকে অ্যামাজনে বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রযোজ্য ছাড় সহ কেনা যাবে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় প্ল্যাটফর্মেই রিয়েলমি নার্জো এন৬১ ফোনের ওপর ৫০০ টাকার একটি প্রাথমিক ছাড় রয়েছে।
রিয়েলমি নার্জো এন৬১ ফোনের স্পেসিফিকেশন
রিয়েলমি নার্জো এন৬১ হ্যান্ডসেটে ৬.৭৪ ইঞ্চির এইচডি+ এলসিডি প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি ইউনিসক টি৬১২ প্রসেসরে চলে, যা ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি নার্জো এন৬১ স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি নার্জো এন৬১ ফোনটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪ কাস্টম স্কিনে চলে৷
রিয়েলমি নার্জো এন৬১ ফোনের ফ্রন্ট ক্যামেরার নচের মধ্যে মিনি ক্যাপসুল ২.০ রয়েছে, যা ইন্টারেক্টিভ নোটিফিকেশনগুলি দেখায়৷ তাছাড়া, এতে রেইন ওয়াটার টাচ প্রযুক্তি নামে একটি স্ক্রিন সেনসিটিভিটি বৃদ্ধি করার ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের ভেজা স্ক্রিনও বাধাহীনভাবে ব্যবহার করতে দেয়। সংযোগের ক্ষেত্রে, স্মার্টফোনটি ওয়াই-ফাই ৫ এসি এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে। বাজেট রেঞ্জের ফোনটি একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সাথে এসেছে।
রিয়েলমি নার্জো এন৬১ হ্যান্ডসেটের বিক্রি শুরু হল অ্যামাজনে। ফোনটি ৭,০০০ টাকারও কম মূল্যে আকর্ষণীয় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে।