- Home
- »
- প্রযুক্তি »
- ৬ হাজার টাকার কমে পাওয়া যাবে Realme...
৬ হাজার টাকার কমে পাওয়া যাবে Realme Narzo N61, 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে বড় ব্যাটারি
আগামীকাল থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হবে Amazon Great Indian Festival Sale। আর এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অতি...আগামীকাল থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হবে Amazon Great Indian Festival Sale। আর এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অতি সস্তায় কেনা যাবে। বিশেষ করে স্মার্টফোনের উপর নজরকাড়া ডিসকাউন্ট পাওয়া যাবে। এই সেলে আপনি Realme-র একটি ফোন ৬,০০০ টাকারও কমে কেনা যাবে। এই ডিভাইসের নাম Realme Narzo N61। এটি লঞ্চের পর প্রথমবার এত সস্তায় অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে বিক্রি হবে।
Realme Narzo N61 মাত্র ৫,৯৯৯ টাকায় কেনা যাবে
জানিয়ে রাখি, রিয়েলমি নারজো এন৬১ এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যিরিয়েন্টটি বর্তমানে অ্যামাজনে ৭,৫০০ টাকার কাছাকাছি দামে তালিকাভুক্ত রয়েছে। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের টিজার পেজ থেকে জানা গেছে যে, এই ভ্যারিয়েন্ট সেলের সময় ৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত থাকবে বলে মনে হচ্ছে।
৬ হাজার টাকার কমে Realme Narzo N61 কি কেনা উচিত, দেখুন ফিচার
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৬,০০০ টাকার কমে রিয়েলমি নারজো এন৬১ কিনলে ঠকার ভয় নেই। কারণ এই স্মার্টফোনে দুর্দান্ত ফিচার আছে। এতে পাওয়া যাবে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন : Samsung এর দামি দামি ফোন কিনুন অতি সস্তায়, ফ্ল্যাগশিপ ফোনে বাম্পার ছাড় Amazon সেলে
আবার Realme Narzo N61 ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলবে। আর এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।