সুখবর, 5 দিনের জন্য দাম কমলো Realme Narzo সিরিজের নতুন সমস্ত ফোনের, তাড়াতাড়ি কিনুন

আর কদিন পরেই শুরু হবে বাঙালির সবথেকে বড় উৎসব। আর এই উৎসব শুরুর আগে আপনি যদি পুরনো স্মার্টফোন বদলে ফেলে একটি নতুন হ্যান্ডসেট কেনার কথা…

আর কদিন পরেই শুরু হবে বাঙালির সবথেকে বড় উৎসব। আর এই উৎসব শুরুর আগে আপনি যদি পুরনো স্মার্টফোন বদলে ফেলে একটি নতুন হ্যান্ডসেট কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুযোগ। কারণ সম্প্রতি Realme তাদের গ্রাহকদের জন্য বিশেষ সেলের ঘোষণা করেছে। এই অফারটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেলের অংশ হিসাবে, Realme তাদের Narzo-সিরিজের অধীনে আসা Realme Narzo N53, Realme Narzo 60 Pro 5G এবং Realme Narzo 60X 5G স্মার্টফোন তিনটি আকর্ষণীয় ছাড়ের সাথে বিক্রি করার কথা ঘোষণা করেছে। আগ্রহীরা ই-কমার্স সাইট Amazon এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট Realme.com থেকে বিশেষ অফার সহ এই স্মার্টফোনগুলি কিনতে পারবেন। চলুন এই সেলে Realme Narzo সিরিজের এই স্মার্টফোনগুলিতে কি কি অফার পাওয়া যাবে তা দেখে নেওয়া যাক।

Realme Narzo সিরিজের ফোনের দাম ও অফার

  • Realme Narzo 60x 5G স্মার্টফোনটির ধার্য মূল্য ১২,৯৯৯ টাকা। তবে এখন অফারে ১০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এই ফোনটির ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি আপনি পেয়ে যাবেন ১১,৯৯৯ টাকায়।
  • Realme Narzo 60 Pro 5G স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৩,৯৯৯ টাকা, তবে ২০০০ টাকার কুপন ডিসকাউন্টের পর এটি কিনতে পারবেন ২১,৯৯৯ টাকায়।

আবার, এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৬,৯৯৯ টাকা, এখানেও ২০০০ টাকা ডিসকাউন্ট দেবার পর দাম কমে দাঁড়াবে ২৪,৯৯৯ টাকা।

এছাড়া ১২ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৯,৯৯৯ টাকা হলেও, ১০০০ টাকার কুপন ডিসকাউন্টের পর ক্রেতারা এটি কিনতে পারবেন ২৮,৯৯৯ টাকায়।

উল্লেখ্য, প্রত্যেকটি স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।

  • এদিকে রিয়েলমির Realme Narzo N53 স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোন দুটি ৫০০ টাকা এবং ৩০০ টাকা ব্যাঙ্ক অফারের পর Amazon এবং রিয়েলমির ওয়েবসাইটে যথাক্রমে ৮,৪৯৯ টাকায় এবং ১০,৬৯৯ টাকায় পাওয়া যাবে।