Realme Neo 7 ফোনের ফার্স্ট লুক ফাঁস, 7000mAh ব্যাটারি সহ থাকবে 16GB র্যাম
রিয়েলমি নিও 7 স্মার্টফোনে 7000mAh ব্যাটারি থাকবে। পারফরম্যান্সের জন্য Realme Neo 7 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7700+ প্রসেসর ব্যবহার করা হবে।
আগামী সপ্তাহে চীনে লঞ্চ হতে চলেছে Realme Neo 7। দামের দিক থেকে এটি রিয়েলমি জিটি 7 প্রো এর ঠিক নীচে অবস্থান করবে। অর্থাৎ আসন্ন ডিভাইসটি মিড রেঞ্জে আসবে। আগামী 11 ডিসেম্বর ফোনটি চীনে লঞ্চ হবে। তার আগে সংস্থাটি একের পর এক Neo 7 এর প্রধান প্রধান স্পেসিফিকেশন টিজ করছে। আজ আবার এই ফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে। পাশাপাশি টিপস্টার অভিষেক যাদব এর নতুন ফিচার ফাঁস করেছেন।
Realme Neo 7 এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
রিয়েলমি নিও 7 স্মার্টফোনে 7000mAh ব্যাটারি থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7700+ প্রসেসর ব্যবহার করা হবে। টেনা লিস্টিং অনুযায়ী, আসন্ন এই হ্যান্ডসেটে 6.85-ইঞ্চি AMOLED স্ক্রিন দেওয়া হবে, যা 144Hz রিফ্রেশ রেট সহ 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন অফার করবে। এটি সম্ভবত একটি এলটিপিও প্যানেল হবে।
ফটোগ্রাফির জন্য Realme Neo 7 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এই ক্যামেরাগুলি হল 50MP f/1.9 প্রাইমারি সেন্সর এবং 8MP f/2.2 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক রিয়েলমি ইউআই 6.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
এই স্মার্টফোনটি 16GB পর্যন্ত র্যাম এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এটি 80W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার এবং ইউএসবি-সি পোর্ট।
রিয়েলমি নিও 7 স্মার্টফোনে 7000mAh ব্যাটারি থাকবে। পারফরম্যান্সের জন্য Realme Neo 7 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7700+ প্রসেসর ব্যবহার করা হবে।