ফিচারে পাগল ক্রেতারা, 5 মিনিটে বিক্রি শেষ 7000mAh ব্যাটারির Realme Neo 7 ফোনের

Realme Neo 7 Sale Record - রিয়েলমি নিও 7 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2199 ইউয়ান (আনুমানিক 25,665 টাকা)। তবে প্রথম সেলে এটি 100 ইউয়ান (প্রায় 1,167 টাকা) ছাড়ে পাওয়া গিয়েছিল।

Julai Mondal 17 Dec 2024 10:47 PM IST

রিয়েলমি গত সপ্তাহে চীনে 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছিল Realme Neo 7। এই ফোনে বড় ব্যাটারি সহ আছে ডাইমেনসিটি 9300+ প্রসেসর। গতকাল চীনে ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছিল এবং এই সেলে ফোনটি খুব ভাল সাড়া পেয়েছে। রিয়েলমি নিশ্চিত করেছে যে, প্রথম সেলে রিয়েলমি নিও 7 এর সমস্ত ইউনিট মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে।

Realme Neo 7 ভাঙলো নিও 6 সিরিজের বিক্রির রেকর্ড

রিয়েলমি সোশ্যাল মিডিয়ায় বলেছে, রিয়েলমি নিও 7 সেল শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিও 6 সিরিজের প্রথম সেলে বিক্রিকে ছাড়িয়ে গেছে।

রিয়েলমি নিও 7 এর দাম

রিয়েলমি নিও 7 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2199 ইউয়ান (আনুমানিক 25,665 টাকা)। তবে প্রথম সেলে এটি 100 ইউয়ান (প্রায় 1,167 টাকা) ছাড়ে পাওয়া গিয়েছিল।

রিয়েলমি নিও 7 এর বিশেষ ফিচার

এটি IP69 এবং IP68 ধুলো এবং জল প্রতিরোধের রেটিং সহ এসেছে। এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি 120Hz কাস্টম বিওই স্ক্রিন। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর। রিয়েলমি 7 ফোনে OIS সহ 50MP Sony IMX882 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার দেওয়ার জন্য এতে 7000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W স্মার্ট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটিতে আরও রয়েছে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রিয়েলমি ইউআই 6 অপারেটিং সিস্টেম, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, স্টেরিও ডুয়াল স্পিকার, ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস।

Show Full Article
Next Story