এই তারিখে লঞ্চ হবে 7000mAh ব্যাটারির Realme Neo 7 ফোন, তারিখ ঘোষণা করল সংস্থা
Realme Neo 7 এর প্রারম্ভিক মূল্য CNY 2499 (প্রায় 29,100 টাকা) নিশ্চিত করা হয়েছে। ফোনটি 2 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলে টিজ করা হয়েছে।
রিয়েলমি আনুষ্ঠানিকভাবে চীনে তাদের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন Realme Neo 7 লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Realme GT Neo 6 এর উত্তরসূরি হিসাবে আসা এই ডিভাইস 7 ডিসেম্বর লঞ্চ হবে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি আগের মডেলের তুলনায় আরও বড় ব্যাটারি সহ আসবে। আবার রিয়েলমি স্মার্টফোনটির দামও প্রকাশ করেছে। Realme Neo 7 ফোনটি MediaTek Dimensity 9300+ চিপসেট সহ আসবে বলে বলে আশা করা হচ্ছে এবং এতে 7000mAh ব্যাটারি থাকবে।
Realme Neo 7 এর দাম ও সম্ভাব্য স্পেসিফিকেশন
রিয়েলমি নিও 7 এর প্রারম্ভিক মূল্য CNY 2499 (প্রায় 29,100 টাকা) নিশ্চিত করা হয়েছে। ফোনটি 2 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলে টিজ করা হয়েছে। কোম্পানি আরও ইঙ্গিত দিয়েছে যে এর ব্যাটারি ক্ষমতা 6500 এমএএইচের বেশি হবে এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP68 রেটিং থাকবে।
এছাড়া সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নিও 7 ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট ও 7000mAh ব্যাটারি থাকবে। এতে 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেখা যাবে এবং 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এর বডি 8.5 মিলিমিটার পাতলা হবে।
রিয়েলমি জিটি নিও 6 এর দাম ও ফিচার
উল্লেখ্য, রিয়েলমি জিটি নিও 6 মে মাসে চীনে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল। এর বেস মডেলের দাম CNY 2,099 (প্রায় 22,000 টাকা)।
এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K (1264x2780 পিক্সেল) 8T LTPO AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে Snapdragon 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50-মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme Neo 7 এর প্রারম্ভিক মূল্য CNY 2499 (প্রায় 29,100 টাকা) নিশ্চিত করা হয়েছে। ফোনটি 2 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলে টিজ করা হয়েছে।