Realme Neo 7 আসছে 7000mAh ব্যাটারির সাথে, লঞ্চের আগে দাম ফাঁস করে দিল সংস্থা নিজেই

Realme Neo 7 এর দাম শুরু হবে CNY 2,499 (প্রায় 29,100 টাকা) থেকে। ফোনটি 2,0মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলেও টিজারে জানানো হয়েছে।

Ankita Mondal 28 Nov 2024 8:49 AM IST

রিয়েলমি গত অক্টোবরে তাদের এবছরের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। এবার তারা মিড রেঞ্জে নিয়ে আসতে চলেছে Realme Neo 7। আগামী 7 ডিসেম্বর চীনে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হতে পারে। তবে লঞ্চের আগে, কোম্পানি আসন্ন এই ডিভাইসের দাম, বিল্ড এবং ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করে দিয়েছে। মনে করা হচ্ছে আসন্ন এই রিয়েলমি ডিভাইসে MediaTek Dimensity 9300+ চিপসেট এবং 7000mAh ব্যাটারি থাকবে। উল্লেখ্য, Realme Neo 7 ফোনটি Realme GT Neo 6 এবং GT Neo 6 SE এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হতে চলেছে।

Realme Neo 7 এর দাম ও ব্যাটারি ক্যাপাসিটি

রিয়েলমির ওয়েইবো পোস্ট অনুসারে, চীনে Realme Neo 7 এর দাম শুরু হবে CNY 2,499 (প্রায় 29,100 টাকা) থেকে। ফোনটি 2 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলেও টিজারে জানানো হয়েছে। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এতে 6500mAh এর চেয়ে বড় ব্যাটারি থাকবে এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 রেটিং থাকবে।

প্রি-রিজার্ভেশন

জানিয়ে রাখি, লঞ্চের আগে ইতিমধ্যেই রিয়েলমি চায়নার অফিসিয়াল ই-স্টোর এবং অন্যান্য ই-কমার্স সাইটের মাধ্যমে Neo 7 এর জন্য প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। ফলে আগ্রহী ক্রেতারা আগেভাগে ডেলিভারি পেতে চাইলে ডিভাইসটি প্রি-রিজার্ভেশন করতে পারেন।

Realme Neo 7 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার মারফত জানা গেছে যে, আপকামিং রিয়েলমি নিও 7 এর আনটুটু স্কোর 2.4 মিলিয়নেরও বেশি। এতে MediaTek Dimensity 9300+ চিপসেট এবং 7000mAh ব্যাটারি থাকবে। আর ধুলো ও জল প্রতিরোধের জন্য পাওয়া যাবে IP68 এবং IP69 রেটিং।

কিছুদিন আগে চীনের 3C সার্টিফিকেশন সাইটে 80W ওয়্যার্ড সুপারভুক চার্জিং সাপোর্টের সাথে উপস্থিত হয়েছিল Realme Neo 7। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সহ একটি বড় AMOLED ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এদিকে ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হবে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা। ডিভাইসটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story